বাংলা নিউজ >
ঘরে বাইরে > Cyclone Mocha update: সাইক্লোন মোখার রোডম্যাপ কী হতে পারে? বাংলায় প্রভাব কতটা! জানুন পূর্বাভাস
Cyclone Mocha update: সাইক্লোন মোখার রোডম্যাপ কী হতে পারে? বাংলায় প্রভাব কতটা! জানুন পূর্বাভাস
Updated: 09 May 2023, 11:21 PM IST Sritama Mitra
আন্দামানের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে আগেই সতর্কতা জারি করেছে মৌসমভবন। উল্লেখ্য, বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের কিয়কপিউয়ের মাঝ বরাবর জায়গায় মোকার ল্যান্ডফল হওয়ার আশঙ্কা রয়েছে।