দুই সপ্তাহের মধ্যেই আরও একটি কোভিড বুস্টার টিকা পেতে চলেছে ভারত। এমনই দাবি করলেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা। সম্প্রতি ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল টিকাকে কোভিড প্রতিরোধক বুস্টার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে সরকারের তরফে। এবার সিরামের তৈরি একটি টিকাও বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পাওয়ার দৌড়ে।