করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার অ্যাপ আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। নাম 'করোনা কবচ'। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে মিলবে ওই অ্যাপ। আপাতত বিটা টেস্টিংয়ের কাজ চলছে।
আরও পড়ুন : Covid-19 update: ভারতে করোনাভাইরাসের প্রথম ছবি মিলল পুণের পরীক্ষাগারে
কী কাজ করবে এই অ্যাপ?
নাম থেকেই স্পষ্ট, করোনার সংক্রমণ রোখার জন্যই অ্যাপ তৈরি করা হচ্ছে। যে ব্যক্তির ফোনে অ্যাপ থাকবে, সেই ব্যক্তি যদি কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন, তাহলে অ্য়াপ সতর্ক করে দেবে।
আরও পড়ুন : Covid-19: করোনার বিরুদ্ধে নিরলস লড়াই, ৫২ দিন বাড়ি যাননি লখনউয়ের বৈজ্ঞানিক
কীভাবে কাজ করবে?
যে ব্যক্তির ফোনে অ্যাপ ইনস্টল থাকবে, তাঁর কোথায় কোথায় গিয়েছেন, তা পুরোটা ট্র্যাক হবে। যদি সেই লোকেশন তথ্য কোনও করোনা আক্রান্তের সঙ্গে মিলে যায়, তাহলে তা সঙ্গে সঙ্গে সতর্কতা পাঠাবে। তার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। করোনা আক্রান্তদের লোকেশন তথ্য আগে থেকেই সেই অ্যাপে রাখা থাকবে। পাশাপাশি, কেউ যদি হোম কোয়ারেন্টাইনের নিয়মভঙ্গ করেন, অ্যাপের মাধ্যমে সেই তথ্যও সরকারের হাতে চলে আসবে।
আরও পড়ুন : West Bengal Government Helpline Number: লকডাউনের সময় জরুরি প্রয়োজন? ফোন করুন এই নম্বরে
তবে ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে অ্যাপে করোনা আক্রান্ত বা সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করা হবে না।
আরও পড়ুন : Covid-19 update: বিদেশ ফেরত যাত্রীদের উপরে নজরদারিতে ফাঁক, উদ্বিগ্ন কেন্দ্র
কোনও ব্যক্তির স্টেটাস রিপোর্ট দেখানোর জন্য বিভিন্ন রং ব্যবহার করা হবে বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম। অর্থাৎ কোনও ব্যক্তি যদি করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন, তাহলে একটি রং দেখাবে। কোনও করোনা আক্রান্তের সঙ্গে সরাসরি সংস্পর্শে না এসে কাছাকাছি থাকলে অপর একটি রং দেখাবে। একইভাবে সেই ব্যক্তির করোনা রিপোর্টও যদি পজিটিভ আসে, তাহলে ভিন্ন একটি রং দেখাবে।
আরও পড়ুন : করোনাভাইরাস ছড়াতে পারে টাকা-পয়সা নাড়াচাড়ায়, সতর্ক করল ‘হু’
কোন কোন ভাষায় অ্যাপ পাওয়া যাবে?