প্রথা অনুযায়ী লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে তিনি অনুষ্ঠানে যোগ দেননি। এদিকে আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে যেন ২৪-এর লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ শানান তিনি। এদিকে খাড়গের অনুপস্থিতি নিয়ে কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে, খাড়গে অসুস্থ থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভিডিয়ো বার্তায় আজ মোদী সরকারকে তোপ দাগেন কংগ্রেস সভাপতি। সেই বার্তায় নাম না করে মোদীকে তোপ দেগে খাড়গে বলেন, 'দেশেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি প্রধানমন্ত্রীরই অবদান রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে কিছু মানুষ সবাইকে বোঝানোর চেষ্টা করছেন, ভারতের যা কিছু উন্নতি, সবই বিগত কয়েক বছরে। অটলবিহারী বাজপেয়ী-সহ প্রত্যেক প্রধানমন্ত্রী দেশের জন্য ভেবেছেন এবং উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই, আজ দেশের সংবিধান, গণতন্ত্র চাপের মুখে। এবং স্বশাসিত প্রতিষ্ঠানগুলিকেও ব্যাপক চাপের মুখে কাজ করতে হচ্ছে। শুধু সিবিআই, ইডি বা আয়কর দফতরের হানাই নয়, দেশের নির্বাচন কমিশনকেও দুর্বল করা হচ্ছে। বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করতে তাঁদের সাসপেন্ড করা হচ্ছে।'
এদিকে আজকে নাম না করে প্রধানমন্ত্রী বিরোধীদের তোপ দেগে বলেন, 'দুর্নীতি দেশকে শেষ করে দিয়েছে। পরিবারতন্ত্র দেশকে শেষ করে দিয়েছে। এই পরিবারতন্ত্র দেশের জনসাধারণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। আর তুষ্টিকরণ আমাদের দেশের চরিত্র বদলে দিয়েছে। এই তিনটি বিষয়ের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের দুর্নীতি মুক্ত হতে হবে।' মোদী প্রশ্ন তোলেন, 'কীভাবে একটি রাজনৈতিক দলের দায়িত্বে শুধুমাত্র একটি পরিবার থাকতে পারে ?' মোদী আজ আরও বলেন, ‘আমরা যখন ২০১৪ সালে সরকারে এসেছিলাম, তখন আমরা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ১০ম স্থানে ছিলাম। আজ আমরা পঞ্চম স্থানে। আগের সরকারের সময় এত লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। এর জেরেই দেশের অর্থনীতিতে টালমাটাল অবস্থা দেখা গিয়েছিল।’ এরপর আগামী নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী মোদী বলেন, ‘আমি ২০১৪ সালে এসে পরিবর্তনের বার্তা দিয়েছিলাম। ২০১৯ সালে আমাদের কাজের নিরিখে আপনারা আমাদের আশীর্বাদ দিয়েছিলেন। আমি আগামী বছরও স্বাধীনতা দিবসে দেশের উপলব্ধির কথা তুলে ধরব।’