একের পর এক যৌন হেনস্থার অভিযোগ রয়েছে কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকি ডেভিডের বিরুদ্ধে। একটি যৌন হেনস্থা মামলায় সংস্থার এক প্রাক্তন কর্মীকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ আলকি ডেভিডকে দিয়েছে কোর্ট। ওই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকি। বলা হচ্ছে, যৌন হেনস্থার মামলার ইতিহাসে আলকির এই মামলা একটি তাবড় উদাহরণ। কোনও যৌন হেনস্থা মামলায় ৯০০ মিলিয়ন মার্কিন ডলারের এমন জরিমানার নির্দেশ সেভাবে আমেরিকায় আগে শোনা যায়নি।
কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকিভিয়াদেস ডেভিড জনপ্রিয়ভাবে আলকি ডাভিড নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে সংস্থার এক প্রাক্তন কর্মী তুলেছিলেন যৌন হেনস্থার মামলা। সেই মামলাতেই দৌষী সাব্যস্ত হন আলকি ডেভিড। ওই মহিলাকর্মীর অভিযোগ, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আলকি তাঁকে যৌন হেনস্থা করেছেন। এই মামলায় মার্কিন আদালতে অভিযোগকারিনীর আইনজীবী বলছেন, ‘এটা খুবই নিন্দনীয়, এই মামলার ঘটনা। অন্য মামলায় বিচার চলাকালীন তিনি আমার মক্কেলকে ধর্ষণ করে গিয়েছেন।’ উল্লেখ্য, আলকি ডেভিডের বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্থার মামলা। ২০১৯ সালের এক মামলায় ডেভিডকে সতর্ক করে কোর্ট বলেছিল, কোনও মহিলাকে শারীরিকভাবে মারধর করার বিষয়ে যেন তিনি ভুলেও না ভাবেন। সেবারও কোকাকোলার এক প্রাক্তন কর্মী করেছিলেন মামলা। সেই মামলায় মাহিম খান নামে কোকাকোলার প্রাক্তন কর্মীর জয় হয়। এই মামলায় ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের ধাক্কা খান ডেভিড। এই অঙ্কের টাকা তাঁকে দিতে হয়েছিল মাহিমকে। এখানেই শেষ নয়। যৌন দুর্ব্যবহারের সাথে জড়িত আরও বেশ কয়েকটি ক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আলকিকে। মামলাগুলিতে তাঁকে এবং তার কোম্পানিগুলিকে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছে।
( UP Police: মহিলা সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশকর্তা! DSP থেকে সোজা নামানো হল কনস্টেবল পদে)
ডেভিডের নিজস্ব সংস্থা 'হলগ্রাম ইউইএসএ' হলগ্রাফিক ছবির জন্য খ্যাত। বহু সেলেবের হলোগ্রাফিক ছবি সেখানে তৈরি করা হয়। তাঁর ব্যবসায়িক কাজকর্ম অনলাইন স্ট্রিমিং সার্ভিসও দিয়ে থাকে। এই হলোগ্রাম ইউএসএর মডেল হিসাবে কাজে নিযুক্ত হন, আলকির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা মহিলা, যাঁকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানার জন্য আলকি ডেভিডকে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। মামলায় তাঁর অভিযোগ, যে ২০১৬ সালে গ্রিসে তারঁ ব্যক্তিগত দ্বীপে একটি ব্যবসায়িক ভ্রমণের সময়, ডেভিড তাকে চুম্বন করার চেষ্টা করেছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি ক্ষমা চেয়েছিলেন। পরের বছরই ওই মডেলকে সংস্থা থএকে বের করে দেওয়া হয়। পরে ডেভিড তাঁর আরও একটি সংস্থায় ওই মডেলকে নিয়োগের অফার দেন। কাজে যোগ দেওয়ার পর ডেভিড ওই মহিলাকে মাদক খাইয়ে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করেছেন বলে অভিযোগ মহিলার।