বিশ্বের গড় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার তুলনায় চিনের তাপমাত্রা আরও বেশি বাড়ছে। সাম্প্রতিক একটি সরকারি রিপোর্টে সেকথা উল্লেখ করা হয়েছে। ১৯৫১ সাল থেকে ২০২০। চিনের ভূভাগের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি ১০ বছরে প্রায় ০.২৬ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এমনটাই সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত চিনের ন্যাশানাল ক্লাইমেট সেন্টারের তরফে একটি বই প্রকাশ করা হয়েছে। সেখানেই চিনের আবহাওয়ার পরিবর্তনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে গত ২০ বছর ধরে চিনের সামগ্রিক আবহাওয়া যথেষ্ট উষ্ণ।
এদিকে রিপোর্টে একাধিক হিমবাহ প্রসঙ্গে অত্যন্ত উদ্বেগের কথা জানানো হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন হিমবাহগুলি চিনের একাধিক নদীর উৎসস্থল। সেগুলি গলতে শুরু করার প্রবনতা দেখা যাচ্ছে। এদিকে ওই Blue Book কে উল্লেখ করে Sixth Tone News website তাদের রিপোর্টে উল্লেখ করেছে চিনে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের জুলাই মাস গত বছরের তুলনায় যথেষ্ট উষ্ণ ছিল।
পাশাপাশি চিনের সমুদ্রতলের উচ্চতাও ক্রমশ বাড়ছে যা যথেষ্ট উদ্বেগের। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ১৯৮০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ৩.৪ মিমি করে চিনের সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাচ্ছে। এটা বিশ্বের গড় সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির চেয়েও বেশি। পাশাপাশি আবহাওয়ার আচমকা পরিবর্তন, হঠাৎ করে গরম হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে চিনে। এদিকে চিনের হেনান প্রদেশে সাম্প্রতিক বন্যায় প্রায় ৩০০জনের প্রাণ গিয়েছে। তার সপ্তাহখানেকের মধ্যেই এই রিপোর্ট সামনে আসে।