
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
নিজের সন্তানকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। মহারাষ্ট্রের নাসিকের ঘটনা। আপাতত ওই শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। তার তিন মাসের মেয়েকে তিনি খুন করেছেন বলে অভিযোগ। তবে খুন করার পরে অবশ্য তিনি নানা গল্প সাজাতে শুরু করেন। তবে পুলিশের দাবি, ওই মহিলার বয়ানে নানা অসঙ্গতি রয়েছে। সেকারণে তাকে আরও জেরা করা হচ্ছে। কিন্ত কেন তাকে খুন করা হল?
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মেয়েটির সঙ্গে তার স্বামীর কিছুটা মুখের মিল ছিল। তবে পাড়াপড়শি, আত্মীয়দের এই কথা সহ্য করতে পারতেন না মা। তার জেরেই সম্ভবত তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে পুলিশ ঘটনাস্থলে এলে অবশ্য তিনি অন্য সুর গাইতে শুরু করেন। পরে অবশ্য় খুনের কথা স্বীকার করে নেন তিনি।
তিনি গঙ্গাপুর এলাকার বাসিন্দা। তিনি পুলিশের সামনে বলতে শুরু করেন, সোমবার সন্ধ্যায় একজন মহিলা তার বাড়িতে প্রবেশ করেছিলেন। এরপর কেমিক্যাল মেশানো কিছু দিয়ে তাকে অচৈতন্য করে ফেলে। তারপর বাচ্চার গলা কেটে ফেলে। কিন্তু পুলিশ ওই মহিলা ও তার আত্মীয়স্বজনদের বয়ানের মধ্য়ে নানা অসঙ্গতি পাচ্ছে। পারিপার্শ্বিক যে ঘটনা পাওয়া যাচ্ছে তাতে ওই মহিলার দাবির সঙ্গে মিলছে না। এরপরই পুলিশ ওই মেয়ের মাকে গ্রেফতার করেছে।
পরে পুলিশ তাকে দীর্ঘ জেরা করতে থাকে। একসময় তিনি ভেঙে পড়েন। তিনি জানিয়েছেন, আত্মীয়রা বার বার বলত আমার মেয়ের মুখের সঙ্গে নাকি স্বামীর মুখের নানা মিল রয়েছে। কিন্তু এটা শুনতে ভালো লাগত না। তিনি পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে নিয়েছেন।
পুলিশ এনিয়ে তদন্ত চালিয়ে যাচছে। তবে একজন মা কীভাবে তার মেয়েকে খুন করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। কিন্তু সেখানে সেই সময় বাইরে থেকে কাউকে ওই ঘরে প্রবেশ করতে দেখা যায়নি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে মেয়ের উপর এতটা নৃশংয় আচরণ কেউ করতে পারে?
৳7,777 IPL 2025 Sports Bonus