অরুণাচল প্রদেশের তাওয়াঙে ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার। তেজপুরের প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র কর্নেল এএস ওয়ালিয়াকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ওই সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, চিনা সীমান্তের কাছে দুর্ঘটনা ঘটেছে। এক পাইলটের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কর্নেল ওয়ালিয়া জানিয়েছেন যে চিনা সীমান্তের কাছে তাওয়াঙে রুটিন উড়ানের সময় সকাল ১০ টা নাগাদ ভেঙে পড়ে ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার। দ্রুত দুই পাইলটকে উদ্ধার করে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এক পাইলটের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়েছে। অপর পাইলটের চিকিৎসা চলছে।
হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। যিনি নিজে অরুণাচল প্রদেশের প্রতিনিধি। তিনি বলেছেন, ‘অরুণাচল প্রদেশের তাওয়াং জেলা থেকে মর্মান্তিক খবর আসছে। ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে। পাইলটদের জন্য প্রার্থনা করছি (এক পাইলট মারা গিয়েছেন)।’