গত বছর ভয়ঙ্কর ভূমিধসের কবলে পড়েছিল কেরলের ওয়েনাড়। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। নিহত হয়েছিলেন বহু মানুষ। সেই ধ্বংসলীলার পরে এলাকায় পুনর্বাসনের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে আসছিল কেরল সরকার। তবে আর্থিক সাহায্যের পরিবর্তে শুক্রবার কেন্দ্র রাজ্যগুলিকে মূলধন বিনিয়োগের জন্য বিশেষ সহায়তা প্রকল্পের আওতায় ওয়েনাড়ে পুনর্বাসনের জন্য কেরল সরকারকে সুদমুক্ত ঋণের অনুমোদন দিল। ৫২৯.৫ কোটি টাকার সুদমুক্ত ঋণ মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, রাজ্য সরকার যে পরিমাণ অর্থ দাবি করে আসছিল, এই অনুমোদন তার থেকেও অনেক কম। এই অবস্থায় কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা।
আরও পড়ুন: খুব বিপদ! কেরলে ধসের খবর প্রথম দিয়েছিলেন যে মহিলা তাঁর কী হল?
জানা যাচ্ছে, কেরল সরকার পুনর্বাসনের জন্য কেন্দ্রের কাছে ২২৬২ কোটি টাকা আর্থিক সহায়তা করেছিল। তবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের চিঠিতে এই প্রকল্পের অধীনে ৫২৯.৫ কোটি বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মুন্ডাকাই এবং চুরলমালায় পুনর্বাসন ব্যবস্থার অংশ হিসেবে বাস্তবায়নের জন্য ১৬টি প্রকল্পের জন্য টাকা দেওয়া হোক। এই প্রকল্পগুলির মধ্যে থাকছে জীবিতদের পুনর্বাসনের জন্য রাস্তা নির্মাণ, অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্টেশন পুনর্নির্মাণ, চুরলমালা সেতু নির্মাণ, ভেল্লারমালা এবং মুন্ডাকাইতে স্কুল পুনর্নির্মাণ, কারাপুঝায় একটি জল শোধনাগার এবং এলস্টোন টাউনশিপে একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা।
তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, চিঠিতে বলা হয়েছে যে এই প্রকল্পের অধীনে বরাদ্দ করা অর্থ আগামী ৩১ মার্চের মধ্যে ব্যবহার করতে হবে। কোনওভাবে টাকা রেখে দেওয়া যাবে না। সেক্ষেত্রে ব্যয় হিসাবে গণ্য করা হবে না। এ বিষয়ে কেরলের অর্থমন্ত্রী কেএন বালাগোপাল কেন্দ্রের নির্দেশের সমালোচনা করে বলেছেন, মাত্র দেড় মাসের মধ্যে তহবিল ব্যবহার করার শর্ত বাস্তবসম্মত নয়।