রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ‘অপমানজনক মন্তব্যে’র জন্য চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল বর্মার বিরুদ্ধে মামলা দায়ের করল বিজেপি। শুক্রবার তেলাঙ্গানা বিজেপির তরফে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানা গিয়েছে। তেলাঙ্গানার প্রবীন বিজেপি নেতা জি নারায়ণ রেড্ডি রাম গোপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
এর আগে রাম গোপাল বর্মা টুইট করে লিখেছিলেন, ‘দ্রৌপদী রাষ্ট্রপতি হলে পাণ্ডব কারা? এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৌরব কারা?’ এরপরই বিজেপির তরফে রাম গোপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বিজেপি নেতা দাবি করেছেন যে পুলিশের উচিত এসসি/এসটি আইনের অধীনে মামলা নথিভুক্ত করা এবং রাম গোপাল বর্মার কঠোর শাস্তি দেওয়া। চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে আবিদ রোড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছে।
মহাভারতের চরিত্রের সঙ্গে এই তুলনা টেনে এই পোস্ট দ্রৌপদী মুর্মু তথা আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগকারী বিজেপি নেতা নারায়াণ রেড্ডি সংবাদ সংস্থাকে বলেন, ‘ওই টুইট তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষকে অসম্মান করার সমান৷ এখানে তিনি 'রাষ্ট্রপতি দ্রৌপদী' বলেছেন৷ যদি, তিনি শুধুমাত্র দ্রৌপদী, পাণ্ডব এবং কৌরবের নাম উল্লেখ করতেন, তাহলে আমাদের কোনও সমস্যা থাকত না৷ রাম গোপাল বার্মার ওইরকম মন্তব্যে বিজেপি কর্মীরা ব্যথিত৷’ প্রসঙ্গত, ওড়িশার আদিবাসী সম্প্রদায়ের নেত্রী দ্রৌপদী মুর্মু জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন৷