ট্রুডো জমানার পর কার্নি আমলে এবার সেদেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ভোটপর্ব শুরু কানাডায়। কানাডার সংসদের ৩৪৩ আসনের মধ্যে ১৭২ আসন প্রয়োজন সংখ্যাগরিষ্ঠ পার্টি হওয়ার জন্য। এই ভোট যুদ্ধে একদিকে রয়েছেন লিবারাল পার্টির মার্ক কার্নি, অন্যদিকে, কনজারভেটিভ পার্টির পিয়েরে পলিয়েভেরে। এদিকে, কানাডায় যখন নিজের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ভোটপর্ব ঘিরে পারদ চড়ছে তখনই ফের একবার শুল্ক ইস্যুতে ‘অফার’ দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে অফারের থালায় রাখলেন, ‘যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ তম স্টেট হয়ে’ ওঠার আহ্বান প্রসঙ্গ!
কানাডার ভোটের প্রাথমিক ট্রেন্ড:-
কানাডার এই ভোট নির্ধারণ করবে, দশক ধরে সেদেশে শাসন করা লিবারাল পার্টিই ক্ষমতায় থাকবে, নাকি আসবে বিপক্ষের কনজারভেটিভরা। কানাডার ভোট ভারতের কূটনৈতিক গতিপ্রকৃতির দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষত, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ঘিরে দিল্লি, ওটাওয়া সম্পর্কের টানাপোড়েনের পর কানাডার তখতে কে আসে, সেদিকে তাকিয়ে দিল্লিও। এদিকে, ভোটের প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে কানাডায় লিবারালদের পক্ষেই পড়ছে ভোট। উল্লেখ্য, এই পার্টির তরফেই কার্নির আগে সেদেশে ক্ষমতায় ছিল জাস্টিন ট্রুডো সরকার। এরপর সেদেশের প্রধানমন্ত্রী হন মার্ক কার্নি। ট্রাম্পের সঙ্গে কার্নির বর্তমান সম্পর্কের সমীকরণের দিকে তাকিয়ে, এই ভোট ট্রাম্পের রাজনৈতিক অঙ্কের দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ।
( দৈত্যগুরু শুক্রদেব খেলা ঘোরানোর মেজাজে আসছেন! মে মাসেই কপাল খুলবে কুম্ভ সহ ৩ রাশির, গোচরে লাকি কারা?)
ট্রাম্পের শুল্ক অফার:-