বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শুক্র একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজের অবস্থান পাল্টে ফেলেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পান। শুক্রকে প্রেম, আকর্ষণের কারক বলে মনে করা হয়। শুক্র, মে মাসেই মীন রাশি থেকে বের হয়ে মীনে প্রবেশ করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি? দেখে নিন।
মি থুন
এই রাশির জাতক জাতিকারা সন্তান সুখ লাভ করতে চলেছেন। সব কাজে বন্ধু আর পরিবারের সম্পূর্ণ সমর্থন মিলবে। যার ফলে নিজের লক্ষ্য প্রাপ্তি হবে সফল। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। অনেক ধরনের লাভ পাবেন। টাকা সঞ্চয় করতেও পারবেন। প্রেম জীবন ভালোর দিকে যেতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে। পার্টনারের সঙ্গে সময় ভালো কাটবে।
তুলা
এই রাশিতে শুক্র সপ্তমভাবে থাকবেন। এই রাশির জাতক জাতিকাদের বন্ধুদের পুরো সমর্থন মিলবে। চাকরিরতদের খুব লাভ হবে। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে রয়েছে, তা এবার সম্পন্ন হবে। দীর্ঘ দিন ধরে চাকরিতে চলা সমস্যা থেকে এবার পাবেন মুক্তি। ব্যবসাতেও আসবে লাভ। পার্টনারশিপে করা ব্যবসা আপনাকে লাভ দিতে পারে। প্রেম জীবন ভালোর দিকে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও আটোসাঁটো হবে।
( ‘হয় জল বইবে, নয় রক্ত’, সিন্ধু চুক্তি নিয়ে দিল্লি পদক্ষেপ করতেই পাকিস্তানের বিলাওয়ালের হুঁশিয়ারি)
কুম্ভ
শুক্র তৃতীয়ভাবে থাকবে আপনার রাশিতে। চাকরিতেও অনেক লাভ হবে। আপনার কাজের খুবই প্রশংসা হবে। বেতন বৃদ্ধি ও পদোন্নতির যোগ আসবে। অপিসে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে সময় ভালো যাবে। ব্য়বসাতেও নতুন রাস্তা খুলবে। খুলবে মুনাফা কামানোর রাস্তা। আত্মবিশ্বাস আসবে। দাম্পত্য প্রেম ভালোর দিকে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
কবে রয়েছে মে মাসের শুক্রের গোচর?
জ্যোতিষশাস্ত্রমতে বলা হচ্ছে, মে মাসে ৩১ মে ২০২৫ সালে বেলা ১১ টা ৪২ মিনিটে শুক্রের গোচর হবে। সেই সময়ই মঙ্গলের রাশি মেষে প্রবেশ করে যাবেন শুক্র। ২৯ জুন পর্যন্ত সেখানেই থাকবেন তিনি।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)