
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ব্যাঙ্কগুলিকে ২,০০০ টাকার নোট ইস্যু করা বন্ধ করতে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এগুলি আইনি দরপত্র হিসাবে বৈধ থাকবে। এমনটাই জানিয়েছে RBI।
২০২৩ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী, বাজারে থাকা ২,০০০ টাকার নোটের মোট মূল্য ৩.৬২ লক্ষ কোটি টাকা। মোট প্রচলিত নোটের যা মাত্র ১০.৮% ।
২০১৬ সালে নোটবন্দির পরেই বাজারে ২,০০০ টাকার নোট এসেছিল। ৫০০ ও ১,০০০ টাকার নোট উঠে যাওয়ার পরেই পরিস্থিতি সামাল দিতে ২,০০০ টাকার নোট আনা হয়েছিল। কিন্তু দীর্ঘ মেয়াদে এই নোট রাখার পরিকল্পনা ছিল না কখনই। এর প্রমাণ হল, ২০১৮-১৯ সাল থেকেই ২,০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল RBI। বাজারে যে ২,০০০ টাকার নোট আছে, তার প্রায় ৮৯%-ই সেই ২০১৭ সালের মার্চের আগে ছেপে বাজারে এসেছিল।
এবার লক্ষ্যণীয় বিষয়টি হল, একটি ভারতীয় কাগজী নোটের আয়ু ৪-৫ বছর। নিয়মিত হাতবদল, আর্দ্রতা ইত্যাদি থেকে নোট খারাপ হতে থাকে।
এখন যা অবস্থা, তাতে ২,০০০ টাকার নোট খুব বেশি মানুষ নিয়মিত লেনদেনে ব্যবহারও করেন না। হিসাব বলছে, বাজারে প্রতি ১০০টি নোটের মধ্যে মাত্র ১০-১১টি ২,০০০ টাকার নোট।
আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই গিয়ে টাকা জমা করে দিতে পারেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন। তাছাড়া ১০টি পর্যন্ত নোট একবারে এক্সচেঞ্জ করে ৫০০-১০০-র নোট নিয়ে নিতে পারবেন।
এই বিষয়ে বিশদে জানতে এই খবরটি পড়ুন (এখানে টাচ করুন): কবে থেকে কবে নোট বদলানো যাবে? একসঙ্গে ক'টি নোট বদলানো যাবে?
আপাতত, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২,০০০ টাকার নোট বৈধ থাকবে। ফলে, আপনার হাতে থাকা টাকা অকেজো, এমনটা ভাবার কোনও কারণ নেই। তবে বদল করার সমস্যার কথা ভেবে বিক্রেতা আপনার ২,০০০ টাকার নোট গ্রহণ করতে অনিচ্ছুকও হতে পারেন। পড়ুন: ২০০০ টাকার নোট আরবিআই তুলে নিচ্ছে শুনে উদ্বিগ্ন? জানুন জরুরি এই তথ্যগুলি
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
6.88% Weekly Cashback on 2025 IPL Sports