বাংলা নিউজ > ঘরে বাইরে > Bihar Bridge Collapse: রাতভর প্রবল বৃষ্টির পরই তাসের ঘরের মতো গঙ্গায় ভেঙে পড়ল নির্মীয়মান সেতু!
পরবর্তী খবর
বিহারের গঙ্গা নদীর উপর নির্মীমান একটি বিশাল সেতুর উপরিভাগের একটি অংশ ভেঙে পড়ল। খাগরিয়াকে ভাগলপুরের সাথে সংযুক্ত করার কথা এই সেতুর। শুক্রবার রাতে সুলতানগঞ্জের কাছে এই এলাকায় প্রবল ঝড় ও বৃষ্টি হয়। প্রাথমিক অনুনাম, এর প্রভাবেই পড়ে গিয়েছে নির্মীয়মান সেতুর সেই অংশটি। তবে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিহার সরকারের তরফে। (আরও পড়ুন: 'জীবনের শেষ কয়েকটা বছর অসমকে উৎসর্গ করলাম', ভাইরাল রতন টাটার বক্তব্য)