আরবিআই জানিয়েছিল, কোনওরকম শুনানি ছাড়াই যে কোনও অ্যাকাউন্টকে 'ভুয়ো' বা 'জাল' অ্যাকাউন্ট হিসেবে ঘোষণা করে দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু সেই নির্দেশিকার উপরই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট।
'কথা না শুনেই কোনও অ্যাকাউন্টকে জালি ঘোষণা করা যাবে', RBI-র নিয়মে স্থগিতাদেশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
জাল অ্যাকাউন্ট নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যে নির্দেশিকা জারি করেছিল, তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। যে নির্দেশিকায় ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, কোনওরকম শুনানি ছাড়াই যে কোনও অ্যাকাউন্টকে 'ভুয়ো' বা 'জাল' অ্যাকাউন্ট হিসেবে ঘোষণা করে দিতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু সেই নির্দেশিকার উপরই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। বিচারপতি গৌতম প্যাটেল এবং বিচারপতি নীলা গোখলের ডিভিশন বেঞ্চ আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে।
জেট এয়ারওয়েজের প্রাক্তন প্রোমোটার নরেশ গোয়েল এবং তাঁর স্ত্রী অনিতার দায়ের করা মামলার ভিত্তিতে সেই রায় দিয়েছে হাইকোর্ট। ওই পিটিশনে গোয়েল দম্পতি দাবি করেন, আরবিআই যে নির্দেশ জারি করেছে, তা স্বাভাবিক ন্যায়বিচারের বিরোধী। কারণ কোনও গ্রাহকের অ্যাকাউন্টকে জাল হিসেবে চিহ্নিত করার আগে সংশ্লিষ্ট গ্রাহকরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। নিজেদের বক্তব্য পেশ করতে পারেন তাঁরা।
আরবিআইয়ের নির্দেশিকায় জানানো হয়েছিল, ব্যাঙ্ক যদি কোনও অ্যাকাউন্টকে জালি বলে চিহ্নিত কর দেয়, তাহলে সেটা কেন্দ্রীয় স্তরেও জানাতে হবে। যাতে ওই কেন্দ্রীয় প্রক্রিয়া থেকে বাকি বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও ওই জালি অ্যাকাউন্টের বিষয়ে জানতে পারে। যদি কোনও অ্যাকাউন্টকে সরাসরি জালি বলে ঘোষণা করে কোনও ব্যাঙ্ক, তাহলে ২১ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে জানাতে হবে। সেইসঙ্গে কোনও তদন্তকারী সংস্থাকেও সেই তথ্য জানাতে হবে বলে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়।