শিল্পপতি অনিল আম্বানিকে ২৫,০০০ টাকা জরিমানা করল বম্বে হাইকোর্ট। ২০২২ সালের এপ্রিলে জারি করা আয়কর বিভাগের একটি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন শিল্পপতি। তিনি জরুরি আবেদনের আর্জি জানিয়েছিলেন। তবে সেই আর্জি হাই কোর্টের কাছে অপ্রয়োজনীয় মনে হওয়ায় আদালত আর্জি খারিজ করে জরিমানা করেছে।
আরও পড়ুন: সৌর ও জলবিদ্যুৎ প্রকল্পে হাত অনিল আম্বানির, ভুটানে রিলায়েন্সের বড় ব্যবসা শুরু
বিচারপতি এমএস সোনাক এবং বিচারপতি জিতেন্দ্র জৈনের ডিভিশন বেঞ্চ বলেছে, ‘বিষয়টিকে জরুরি হিসাবে বর্ণনা করা হয়েছে যদিও এরকম কিছুই ছিল না। মামলাটি জরুরি বলে ভুল ধারণা তৈরি করে জরুরি শুনানির সুবিধা নেওয়া যাবে না।’এছাড়াও, শুধুমাত্র শোকজের নোটিশকে চ্যালেঞ্জ করা হয়েছিল। ডিভিশন বেঞ্চ আবেদনের উপর জরুরি শুনানির জন্য আম্বানির আবেদন খারিজ করে দেয় এবং ২৫,০০০ টাকা জরিমানা করে।
আদালত সূত্রের খবর, আয়কর বিভাগের শোকজের নোটিশকে চ্যালেঞ্জ করে আম্বানি এই আবেদন করেছিলেন গত ২৭ মার্চ। ডিভিশন বেঞ্চ এই আর্জি নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবং এটিকে ‘কৃত্রিম জরুরি’ বলে উল্লেখ করে। বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আবেদনকারীর বরিষ্ঠ আইনজীবী গুঞ্জন কক্কড়ের বক্তব্য আমরা শুনেছি। এই মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। ২০২২ সালের ১২ এপ্রিলের নোটিশকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই ধরনের কৃত্রিম জরুরি অবস্থা তৈরি করে জরুরি বলে দাবি করে সুবিধা ব্যবহার করা যাবে না। তাছাড়া, চ্যালেঞ্জটি শুধু শোকজ নোটিশের জন্য।’