বিহারের পশ্চিম চম্পারনে এক আদমখোর বাঘকে ঘিরে ত্রাসের সঞ্চার হয়েছে। এই বাঘের দাপটে এলাকায় ৯ জনের মৃত্যু হয়েছে। তারপরই বিহার সরকার সেই বাঘকে হত্যা করার নির্দেশ দিয়েছে। পশ্চিম চম্পারনের বাগাহা এলাকায় আপাতত এই বাঘকে খুঁজে বের করে হত্যা ঘিরে প্রস্তুতি শুরু হয়। শেষে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে এলাকায় ফিরেছে স্বস্তির নিঃশ্বাস।
বাঘটি ঘন জনবসতি পূর্ণ এলাকায় দাপটে চলাফেরা করেছে বলে খবর। ফলে মানুষের এলাকায় বসবাসে অভ্যস্ত বাঘকে হত্যা ঘিরেও বেশ কিছু নিরাপত্তাজনিত পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গ উঠে আসে। বিহার সরকার জানিয়েছে, সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করে তবেই বাঘকে হত্যা করার নির্দেশ দিয়েছে। এর আগে মহারাষ্ট্রের অবনী নামের এক মানুষখেকো বাঘকে ঘিরে এমন আতঙ্ক সঞ্চারিত হয়েছিল। সেই ঘটনার পর ‘শেরনি’ ফিল্মটি ঘিরেও বাঘ ও বাঘের হত্যা নিয়ে নানান চর্চা হয়েছে। এদিকে, জানা গিয়েছে, বিহারের চম্পারনে এপর্যন্ত ৯ জনকে হত্যা করেছে ওই নরখাদক বাঘ। গত তিন দিনে ৪ জনকে হত্যা করেছে বাঘটি।
লক্ষ্মীপুজোর আগে কাঁসা, পিতলের বাসন ঝকঝকে করার এই সিক্রেটটি জেনে নিন
এলাকার দুমারি গ্রামের ৩৪ বছরের যুবককে সদ্য শুক্রবার হামলা করে হত্যা করে বাঘটি। এলাকার রাঙ্গানিয়া ফরেস্ট রেঞ্জে ওই বাঘটি এই মৃত্যু ঘটায়। ২৪ ঘণ্টায় সেই ব্যক্তি বাঘের দ্বিতীয় শিকার। জানা যাচ্ছে, মোট ৯ জনের হত্যা করেছে ওই বাঘ। একই বাঘ এলাকায় কার্যত ত্রাস হয়ে যায় মে মাস থেকে। এই যাবতীয় পরিস্থিতিকে নজরে রেখেই বিহার সরকার এই বাঘকে হত্যার নির্দেশ দেয়।