
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সম্প্রতি দক্ষিণ বেঙ্গালুরুর একটি খুনের ঘটনায় স্তম্ভিত হয়েছ গোটা দেশ। সেই হৃদয় বিদারক ঘটনায় ৩৬ বছর বয়সি এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে তাঁর দেহটি স্যুটকেসে লুকিয়ে ফেলার চেষ্টা করেছিল। প্রাথমিক ভাবে মনে হয়েছিল, আবেগের বশে নিজের স্ত্রীকে হত্যা করেছিল সেই ব্যক্তি। তবে তদন্তে জানা গেল, এই হত্যাকাণ্ডটি সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ হয়ে থাকতে পারে। জানা গিয়েছে, রাকেশ নিজের স্ত্রীকে চড় মারে, তার মুখ চেপে ধরে এবং ছুরি দিয়ে তার গলায় ও পেটে ছুরিকাঘাত করে। এমনকী গৌরী জীবিত থাকাকালীনই তাঁকে স্যুটকেসে ভরে ফেলেছিল রাকেশ।
অভিযুক্ত রাকেশ রাজেন্দ্র খেদেকর তাঁর ৩২ বছরের স্ত্রী গৌরী অনিল সমব্রেকরকে ঘরোয়া অশান্তির জেরে ছুরিকাঘাত করে খুন করে বলে অভিযোগ। পুলিশি তদন্তে জানা গিয়েছে, গৌরী জীবিত থাকাকালীনই তাকে স্যুটকেসে তোলার চেষ্টা করেছিল রাকেশ। তবে তখন স্যুটকেসের হাতল ভেঙে যাওয়ায় তাকে বাড়ি থেকে বের করতে পারেনি রাকেশ। পরে লাশ টেনে বাথরুমে নিয়ে যায় সে। শুধু তাই নয়, রক্ত যাতে সহজে নর্দমায় চলে যেতে পারে, সেজন্য মৃতদেহ নিকাশির জায়গায় ফেলে দেয় রাকেশ। ফরেনসিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে গৌরী যতক্ষণ স্যুটকেসে বন্দি ছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। স্যুটকেসের ভিতরের দিকে আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে বোঝা যাচ্ছে যে তিনি তখও মারা যাননি।
জানা যায়, রাকেশ ও গৌরী দুজনেই মাসখানেক আগে মুম্বই থেকে বেঙ্গালুরু এসেছিলেন। রাকেশ একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় ওয়ার্ক ফ্রম হোমের চাকরি পেয়েছিলেন, অন্যদিকে গৌরী একটি নতুন চাকরি খুঁজছিলেন। বুধবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে গৌরীকে চড় মারেন রাকেশ। জবাবে গৌরী রান্নাঘরের একটি ছুরি তুলে নিয়ে তার দিকে ছুড়ে মারেন, এতে সামান্য জখম হয় রাকেশ। রেগে গিয়ে রাকেশ ছুরি দিয়ে গৌরীর গলায় ও পেটে ছুরিকাঘাত করে।
জানা গিয়েছে, ২৭ মার্চ দুপুর সওয়া ১২টায় গাড়ি নিয়ে পুণেতে পালিয়ে যান রাকেশ। এদিকে, ওইদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ পূর্ব) সারা ফতিমার কাছে খবর পান দম্পতির বাড়িতে সম্ভবত গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তকারীরা দেখেন, দরজা বাইরে থেকে তালাবন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢোকেন। পুলিশ কারও ঝুলন্ত দেহ দেখতে পায়নি। তবে শৌচালয়ে একটি স্যুটকেস দেখতে পাওয়া যায়। সেটি খুলে দেখে তাজ্জব পুলিশ। ওই স্যুটকেস খুলতেই বেরিয়ে আসে গৌরীর দেহ। এরপর শুরু হয় তাঁর স্বামী রাকেশের খোঁজ।
তদন্তে নেমে পুলিশ গৌরীর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। রাকেশ ইতিমধ্যে গৌরীর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে। কল ডিটেলস রেকর্ডের সূত্র ধরে অভিযুক্তকে পুণে থেকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports