কর্ণাটকের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফের কি মুখ্যমন্ত্রী বদল হবে রাজ্যের? উল্লেখ্য, বিএস ইয়েদুরাপ্পাকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল কর্ণাটকে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই বদল করা হয়েছিল। তবে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে এবার নির্বাচনের এক বছর আগে বাসবরাজ বোম্মাইকেও বদলানো হতে পারে। এর আগে উত্তরাখণ্ডে নির্বাচনের আগের একবছরে তিনবার মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। এই আবহে কর্ণাটকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে কি না তাই জল্পনা তুঙ্গে। আর এই কানাঘুষোর মাঝেই মঙ্গলবার কর্ণাটকে পা রাখেন বিজেপির চাণক্য অমিত শাহ। একটি অনুষ্ঠানে বোম্মাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন। এই নিয়ে গত একমাসে এটা অমিত শাহের দ্বিতীয় কর্ণাটক সফর ছিল। আর তারপরই মুখ্যমন্ত্রী বদলের গুঞ্জনের আগুনে ঘি পড়ে। (আরও পড়ুন: সময়ে পেনশন পাননি ৫৮ হাজার সেনাকর্মী, বিতর্কের মাঝে মুখ খুলল সরকার)