বিগত কয়েকদিন ধরেই হাসিনাকে ফেরত পাওয়া নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন মহল থেকে নানান কথা শোনা যাচ্ছে। সম্প্রতি বিদেশ মন্ত্রকের এক অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশ সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছিলেন, তিনি নাকি জানতে পেরেছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না। এই আবহে নতুন বছরে হাসিনা প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনকে। তাঁর থেকে জানতে চাওয়া হয়, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠায়, তাহলে দুই দেশের সম্পর্কে কতটা প্রভাব পড়বে? এর জবাবে তৌহিদের স্পষ্ট জবাব, 'দু'টোই (ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা এবং হাসিনাকে ফেরানোর চেষ্টা) পাশাপাশি চলবে। শেখ হাসিনাকে ফেরানো একটা বড় ইস্যু। তবে আমাদের আরও অনেক স্বার্থ আছে। সেই ইস্যু নিয়ে চলতে হবে।' (আরও পড়ুন: এটাই কি বৈষম্য বিরোধিতার নমুনা? BCS থেকে হিন্দুদের নাম বাদে প্রশ্ন বাংলাদেশে)
আরও পড়ুন: দুর্ঘটনার ৪০ বছর পর! অবশেষে ভোপাল থেকে গ্রিন করিডর করে সরানো হল বিষাক্ত বর্জ্য
এরপর তৌহিদ বলেন, 'ভারত, চিন এবং আমেরিকার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ জড়িয়ে আছে। তাই এই তিন দেশই আমাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে। নতুন বছরে আমাদের বেশি মনযোগ দিতে হবে রোহিঙ্গা সংকটের দিকে। এই আবহে উল্লেখিত তিন দেশের সঙ্গে অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে হবে।' এদিকে রোহিঙ্গাদের 'অধিকার এবং নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানোর' কথা বলেন তৌহিদ। তাঁর কথায়, রাখাইন প্রদেশের পরিস্থিতি বদলে গিয়েছে। এদিকে জানুয়ারি মাসে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা চিন সফরে যাবেন। সেই সফর নিয়ে তৌহিদ জানান, বেজিংয়ের আমন্ত্রণে সেই দেশে যাচ্ছেন তিনি। তিনি বলেন, 'আমাদের অনের ইস্যু আছে। তবে সেই সব নিয়ে এখনই কিছু বলতে চাই না।' (আরও পড়ুন: আমেরিকায় ১৫ জনকে খুন করা 'জঙ্গি' প্রাক্তন সেনাকর্মী, তার গাড়িতে ISIS পতাকা: FBI)