উৎপল পরাশর, বিশ্বকল্যাণ পুরকায়স্থ
শনিবার অসমের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিও কিছুটা কমেছে। তবে এখনও ২.৫ মিলিয়ন মানুষ বন্যা কবলিত। গত ২৪ ঘণ্টায় জলে ডুবে মৃত্যু হয়েছে ৪জনের। তার মধ্যে ২জন শিশুও রয়েছে। সব মিলিয়ে এপ্রিল থেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২২জন।
অসম ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে রাজ্যের ২৭টি জেলা বন্যা কবলিত। ২৩৩,২৭১ জন মানুষ দুর্গত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁরা ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে ১৭৫টি নৌকা উদ্ধারকাজে লাগানো হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, এনজিও উদ্ধারকাজ করছে।
শিলচর টাউনের একাংশে এখনও জল জমে রয়েছে।বন্যার জল শনিবার তারাপুর, বিবেকানন্দ রোডেও চলে আসে। তারাপুরের কালীমোহন রোডের বাসিন্দা দেবলীনা কর বলেন, আমরা ভেবেছিলাম এখানে হয়তো কিছু হবে না। কিন্তু এখানেই সবথেকে বাজে পরিস্থিতি।
এদিকে বরাক নদীর জল লখিপুর ও অন্নপূর্ণা ঘাট এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে। বাংলাদেশে বন্যার জেরে জলস্তর অত্যন্ত ধীরে কমছে। এদিকে এসবের মধ্যে আবার শিলচরের কিছু এলাকায় চুরি চামারি বাড়তে শুরু করেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গতরাতে শুনছিলাম লোকজন সহায়তা চেয়ে চিৎকার করছে। সোশ্য়াল মিডিয়াতেও দেখছি কিছু জায়গায় নাকি ডাকাতি হচ্ছে।