Arsenal Plane on Fire: টেকঅফের আগে বিকট বিস্ফোরণ, আর্সেনাল ফুটবলারদের বহনকারী বিমানে ভয়াবহ আগুন
1 মিনিটে পড়ুন Updated: 25 Apr 2023, 10:03 AM ISTজার্মানির উলফসবার্গের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে লন্ডনে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে আর্সেনাল মহিলা দলের বিমান। টেকঅফের সময়ই ভয়াবহ আগুন ধরে তাতে। তবে সৌভাগ্যবশত কোনও ফুটবলার বা বিমানকর্মীর প্রাণ যায়নি দুর্ঘটনায়।
আর্সেনাল ফুটবলারদের বহনকারী বিমানে ভয়াবহ আগুন (ছবি টুইটার)