এবার প্রশ্নফাঁস কাণ্ডে নাম জড়াল বিজেপির এক শীর্ষ নেতার। নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তেলেঙ্গানা বিজেপির রাজ্য সভাপতি তথা দলীয় সাংসদ বন্দি সঞ্জয় কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেলেঙ্গানা সফরের আগে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। তার বিরুদ্ধে এবার প্রশ্ন ফাঁসে কলকাঠি নাড়ার অভিযোগ। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় তিনি প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত বলে অভিযোগ। তবে তাঁর পালটা দাবি তিনি সরকারের কাজকর্মের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সেকারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভারত রাষ্ট্রসমিতির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন।তিনি সেই আটক করার সময়ের ভিডিয়ো শেয়ার করেছেন পরবর্তী সময়ে। সেখানে দেখা যাচ্ছে একেবারে টানাহেঁচড়া করে তাকে গ্রেফতার করা হচ্ছে। তিনি লিখেছেন বিআরএসের সত্যিকারের ভয়। প্রথমে তারা আমাকে প্রেস মিট করতে দিত না। এরপর গভীর রাতে তারা আমায় গ্রেফতার করল। আমার একমাত্র ভুল হল আমি বিআরএস সরকারের ভুল দিকগুলো ধরিয়ে দিয়েছিলাম। আমাকে যদি জেলেও পাঠানো হয় তবুও বিআরএসের বিরুদ্ধে প্রশ্ন করা থামাবেন না। জয় শ্রীরাম, ভারত মাতা কী! জয় তেলেঙ্গানা!এদিকে ওই বিজেপি সাংসদকে ধরতে এসে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। সেকেন্ডারি স্কুলের বোর্ডের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত তিনি। পুলিশের টিম তাঁর বাড়িতে হানা দেয়। এদিকে তখনই তাঁর অনুগামীরাও তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে তেলেঙ্গানায় বোর্ড পরীক্ষায় ও তেলেঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এর আগে বিজেপি সাংসদ সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন।এদিকে প্রধানমন্ত্রীর তেলেঙ্গানা সফরের আগেই এই ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রেমেন্দর রেড্ডি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এটা বেআইনী অপারেশন। প্রধানমন্ত্রীর সফরকে বানচাল করার জন্য এই উদ্যোগ। সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তেলেঙ্গানায় আসার কথা। তার আগে এই গ্রেফতারির ঘটনা।বিজেপি নেতৃত্বে জানিয়েছেন এই গ্রেফতারির ঘটনায় গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে। এই ধরনের ঘটনা মানা যায় না।এদিকে বিজেপির আইসি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বিআরএস সরকারের তীব্র সমালোচনা করেছেন। মাঝরাতে অপারেশন। তেলেঙ্গানা পুলিশ মামলা সাজিয়ে গ্রেফতার করেছে। এটা মানা যায় না