আগামী বৃহস্পতিবার(১০ জুন) বলয়গ্রাস সূর্যগ্রহণ(Annular solar eclipse)। সূর্যাস্তের আগে কিছু সময়ের জন্য তা ভারতের কিছু অংশ থেকে দেখা যাবে। এটিই ২০২১-এর প্রথম সূর্যগ্রহণ।ভারতে কোথায় কোথায় গ্রহণ দেখা যাবে?পশ্চিমবঙ্গবাসী এই সূর্যগ্রহণ চাক্ষুস করা থেকে বঞ্চিত হবেন। শুধুমাত্র লাদাখ ও অরুণাচলপ্রদেশের কিছু স্থান থেকে এটি দৃশ্যমান হবে। সূর্যাস্তের আগে কিছু সময়ের জন্য তা দেখা যাবে। এমনটাই জানিয়েছেন এম পি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারী।কোথায় সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে?উত্তর আমেরিকা মহাদেশ, ইউরোপ এবং মধ্য ও উত্তর এশিয়ার বিভিন্ন দেশ থেকে এই বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে।ভারতীয় সময়ে বেলা ১১টা ৪২ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। ৩টে ৩০ মিনিট নাগাদ সম্পূর্ণ বলয়গ্রাস সম্পন্ন হবে। বিকেল ৪টে ৫২ মিনিট পর্যন্ত বলয়গ্রাস থাকবে। সন্ধ্যা ৬টা ৪১ মিনিট নাগাদ গ্রহণ শেষ হবে।দেখা যাবে অনলাইনেতবে অনলাইনে দেখতে পারবেন গ্রহণ। NASA এবং Timeanddate.com-এর ওয়েবসাইট থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গ্রহণ দেখা যাবে। তাই গ্রহণ দেখার ইচ্ছা থাকলে ইউটিউবে নাসার লাইভ স্ট্রিমিং থেকে দেখতে পাবেন। আগামীকাল বেলা ১১টা ৪২ মিনিট থেকেই দেখতে পাবেন সেখানে।