রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি অনুদান দেওয়া লটারির রাজা সান্টিয়াগো মার্টিনের বিরুদ্ধে তদন্ত চলছে। এবার জানা গিয়েছে, তাঁর কোম্পানির বার্ষিক লেনদেন হল হাজার কোটি টাকারও বেশি। ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্টিন এবং তাঁর কোম্পানির বিরুদ্ধে মেঘালয় সরকারের একটি সহ মোট ৪টি এফআইআর নথিভুক্ত হয়েছে। সম্প্রতি ইডি মার্টিনের অনেক জায়গায় হানা দিয়েছে। তারপরেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন: বর্মায় মজদুরি থেকে লটারি কিং, নির্বাচনী বন্ডে ১৩৬৮ কোটি দান করা সান্তিয়াগো কে?
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ইডির তদন্তে জানা গিয়েছে, মার্টিনের বার্ষিক লেনদেন ১৫ হাজার কোটি টাকারও বেশি। ২০১৪ সাল থেকে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি। এর আগে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা মার্টিনের এক হাজার কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছিল। জানা গিয়েছে, মার্টিন ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি চালান। মার্টিন এবং তাঁর কোম্পানির বিরুদ্ধে ২০১৪ সালে সিবিআই একটি এফআইআর দায়ের করে। কলকাতাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
২০২২ সালে কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে দুটি এবং ২০২৪ সালে মেঘালয় সরকার একটি এফআইআর দায়ের করেছিল। এই এফআইআরের ভিত্তিতে তদন্ত করছে ইডি। প্রতিবেদন অনুযায়ী, তদন্তে জানা গিয়েছে, মার্টিন বেআইনি আয় থেকে সম্পত্তি কেনার জন্য ৩৫০ টিরও বেশি কোম্পানি এবং এসপিভি অর্থাৎ বিশেষ উদ্দেশ্যমূলক যানবাহন শুরু করেছিলেন। বিশেষ বিষয় হল, এসব গাড়ির অনেকগুলিই সম্পত্তি বিক্রেতাদের লটারির পুরস্কার দিয়ে কেনা হয়েছে।