নকশাল এবং তাদের মতাদর্শ দেশের উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা তৈরি করছে। এমনই দাবি করে নকশালদের নির্মূল করতে আদিবাসী যুবকদের প্রধান ভূমিকা পালন করার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লিতে ট্রাইবাল ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের (টিওয়াইইপি) অধীনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আদিবাসী যুবকদের এ বিষয়ে আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: অমিত শাহের ‘রাম মন্দির’ উদ্বোধনকে ‘শিক্ষা নেই, সংস্কৃতি নেই’ বলে কটাক্ষ মমতার
অমিত শাহ বলেন, ‘বামপন্থী চরমপন্থা এবং তাদের মতাদর্শ দেশের উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যতের বিরোধী। তারা এলাকায় মোবাইল টাওয়ার, রাস্তাঘাট এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা চায় না। তারা দেশের উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা সৃষ্টি করছে।’
এই অনুষ্ঠানে ২০০ জনের বেশি আদিবাসী যুবকের সঙ্গে কথা বলেন অমিত শাহ। তিনি বলেন, ‘হিংসা কখনওই চাকরি দিতে পারে না। মৌলিক অবকাঠামো উন্নয়ন করতে গেলে সমাজের মূল স্রোতে যুক্ত হওয়া প্রয়োজন।’ তাঁর বার্তা, দেশ থেকে বামপন্থী ও চরমপন্থা নির্মূলে আদিবাসী যুবক-যুবতীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। আদিবাসী যুবক-যুবতীদের দায়িত্ব যাতে তারা ভুল পথে না হাটে এবং অন্যদের ভুল পথে যেতে বাধা দেয়। তিনি জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য প্রচুর সুযোগ রয়েছে।