গোটা ঘটনার কথা জানা গিয়েছে সিসিটিভি থেকে। হরিয়ানার রেওয়ারিতে হনুমান মন্দিরে ঘটেছে এই ঘটনা। সিসিটিভিতে দেখা যাচ্ছে, মন্দিরে ঠিক দেবমূর্তির সামনে বসেছিলেন ওই ব্যক্তি। ক্যামেরায় দেখা গিয়েছে, মন্দিরে মূর্তির সামনে বসে কয়েক মিনিট কাটান ব্যক্তি।
অভিযোগ সে চুরি করেছে। আর চুরি করেছে ঠিক হনুমান চালিসা পাঠ করার পর। মন্দিরে পুজোপাঠ শেষ করে, তারপর প্রণামী বক্স থেকে সে হাতিয়েছে পাক্কা ৫০০০ টাকা। এরপর সোজা পলায়ন! এই কাণ্ড ঘটেছে হরিয়ানার রেওয়ারিতে।
গোটা ঘটনার কথা জানা গিয়েছে সিসিটিভি থেকে। হরিয়ানার রেওয়ারিতে হনুমান মন্দিরে ঘটেছে এই ঘটনা। সিসিটিভিতে দেখা যাচ্ছে, মন্দিরে ঠিক দেবমূর্তির সামনে বসেছিলেন ওই ব্যক্তি। ক্যামেরায় দেখা গিয়েছে, মন্দিরে মূর্তির সামনে বসে কয়েক মিনিট কাটান ব্যক্তি। খুব সতর্ক নজরে ততক্ষণে সকলকে দেখছিল অভিযুক্ত। কতজন ভক্ত মন্দিরে আসছেন আর কতজন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন, এই সব দিকে খেয়াল ছিল তাঁর। এরপর পকেট থেকে ১০ টাকা বের করে বজরংবলির পায়ে রাখে ব্যক্তি। এরপর হনুমান চালিসা পাঠ করতে শুরু করে সে। এরপর সুযোগ বুঝেই কোপ! সঙ্গে সঙ্গে ব্যক্তির হাত চলে গেল মন্দিরের প্রণামী বাক্সে। হাতের মুঠোতে টাকা তুলে নিয়ে তারপর মন্দির থেকে ছুটে পালিয়ে যায় সে। কেউ তখন বুঝতেই পারেননি কী ঘটছে। অথচ ভিড় মন্দিরে প্রায় সকলের সামনেই ঘটে যায় চুরি।