অম্বুজা সিমেন্টস এবং ACC-কে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারে অধিগ্রহণ করেছে আদানি গোষ্ঠী। তার মাত্র কয়েক দিন পরেই ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন গৌতম আদানি। তিনি বলেন, আদানি গোষ্ঠী এবার সিমেন্ট উত্পাদন ক্ষমতা দ্বিগুণ করবে। দেশের সবচেয়ে লাভজনক সিমেন্ট প্রস্তুতকারক হওয়ার পরিকল্পন তাঁদের।