ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির পরেই রকেট গতিতে উত্থানের সাক্ষী হয়েছিল শেয়ার বাজার। কিন্তু মঙ্গলবার হতেই ফের পতন। সোমবার সেনসেক্স ও নিফটি, দুই সূচকই সারাদিন সবুজে ছিল। ২০২১ সালের পর একদিনের মধ্যে এত বেশি উত্থান কেউ কখনও দেখেনি। কিন্তু সেই রেকর্ড পর্ব থেমে গেল একদিনের মধ্যেই।মঙ্গলবার লেনদেন শুরুর কয়েক মিনিট পরেই বাজারে পতন দেখা যায়। প্রথমে সেনসেক্স-নিফটি সবুজ সংকেত দেখালেও কিছুক্ষণের মধ্যেই বাজার রঙ বদলে ফেলে।
আরও পড়ুন-পাঞ্জাবে মৃত্যু মিছিল! অমৃতসরের পাঁচ গ্রামে বিষমদের বলি ১৪
সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিনের শুরুতেই বাজার খোলে পতন দিয়ে। সকাল সাড়ে নয়টা নাগাদ সেনসেক্স সূচক ৭০০ পয়েন্ট কমে ৮১,৭২৮-এ এসে দাঁড়ায়। সকাল ১০টা ১৬ নাগাদ সেনসেক্স সূচক কিছুটা রিকভারি করে, ৬২৪ পয়েন্ট পতনে এসে ৮১,৮০৫ পয়েন্টে এসে ট্রেড করতে থাকে। এরপরেই সাড়ে ১০ টাই ১,০০০ পয়েন্টেরও বেশি নেমে যায় সেনসেক্সের সূচক, পতন বাড়তে থাকে। অন্যদিকে, মঙ্গলবার সকালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০-ও ২০০-র বেশি পয়েন্ট কমে ২৪,৭৭১-এর স্তরে এসে ট্রেড করছিল।
এদিন বাজারে সকালের ট্রেডে সবথেকে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে ইনফোসিসের শেয়ারে। এক ধাক্কায় ২ শতাংশ কমে গিয়েছে এই স্টকের দাম। এছাড়া ইটারনাল অর্থাৎ জোমাটোর শেয়ারেও পতন অব্যাহত রয়েছে।বড় সংস্থাগুলির মধ্যে ইটারনাল, ইনফোসিস, টিসিএস, টাটা স্টিল-এই শেয়ারগুলিতে পড়তি ধারা দেখা গেছে।তবে সান ফার্মা, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারত ইলেকট্রনিক্স, বাজাজ ফিনান্স, টেক মহিন্দ্রা ও মারুতির শেয়ার ঊর্দ্ধমুখী। মিডক্যাপ শেয়ারের মধ্যে ইউপিএল, পেটিএম এবং ফাস্ট ক্রাই-র পতন লক্ষ্য করা গিয়েছে। স্মলক্যাপ স্টকে জেনসল, কেফিনটেক এবং এথার-র পতন হয়েছে।
আরও পড়ুন-পাঞ্জাবে মৃত্যু মিছিল! অমৃতসরের পাঁচ গ্রামে বিষমদের বলি ১৪
সোমবার ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির খবরে বাজার চনমনে হয়ে ওঠে। বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। সেনসেক্স ২৯৭৫ পয়েন্ট লাফ দিয়েছিল। আর এর জেরে গত সাত মাসের রেকর্ড উচ্চতা ৮২,৪২৯-এর স্তরে বন্ধ হয়েছিল। আর নিফটি ৫০ সূচক ৯১৬.৭০ পয়েন্ট বেড়ে অর্থাৎ ৩.৮২ শতাংশ বেড়ে ২৪,৯২৪ পয়েন্টে ট্রেড করছিল।বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্য চুক্তি এবং ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা হ্রাসের কারণে এই বুল রান দেখা গিয়েছে।