প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য ট্রেনের এসি কামরায় টিকিট বুক করেছিলেন কয়েকজন যাত্রী। কিন্তু, ভিতর থেকে দরজা বন্ধ থাকায় ট্রেনে উঠতে পারলেন না তারা। শেষপর্যন্ত তাদের ছাড়াই ট্রেন রওনা দিল। এই ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানালেন এক যাত্রী। ঘটনাটি বিহারের মুজাফফরপুর জেলার। যাত্রীর অভিযোগ, রেলের গাফিলতির জন্যই প্রয়াগরাজে যেতে পারেননি তিনি এবং তাঁর শ্বশুর, শাশুড়ি।
আরও পড়ুন: সরস্বতী পুজো-সহ ২ দিনে ১০৮ লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, সময় ধরে তালিকা রইল
জানা গিয়েছে, অভিযোগকারী যাত্রীর নাম জনক কিশোর ঝা ওরফে রাজন। তাঁর অভিযোগ, গত ২৬ জানুয়ারি স্বাধীন সেনানী এক্সপ্রেসের এসি-৩ কামরায় তাঁরা উঠতে পারেননি। কারণ দরজা ভিতর থেকে বন্ধ ছিল। গাইঘাট থানা এলাকার বাসিন্দা ঝা- এর আরও অভিযোগ, যে বারবার চেষ্টা করা সত্ত্বেও তাঁরা দরজা খুলতে পারেননি। রেলের কর্মীদের কাছে সাহায্যের আবেদন জানানোর পরেও তাদের কাছ থেকে কোনও সহায়তা পাওয়া যায়নি। এরপর ট্রেন তাদের ছাড়াই রওনা দেয়।
বাজেটের লাইভ আপডেট: সংসদে পৌঁছলেন নির্মলা, তাঁর শাড়িতে লুকিয়ে কেন্দ্রীয় বাজেটের ‘ইঙ্গিত’?
ঘটনায় কিশোর ভারতীয় রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী আধিকারিকের কাছে ১৫ দিনের মধ্যে সুদ সহ টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন করেন। তারপরেও রেলের তরফে কোনও সাড়া না পাওয়ায় তিনি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে ক্ষতিপূরণ হিসাবে ৫০ লক্ষ টাকা দাবি করবেন।