নয়া ডিজিটাল মিডিয়া নীতি ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। এই নীতি অনুযায়ী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। সোশ্যাল মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্প ও কাজকর্মের প্রচার চালালেই তাদের টাকা দেওয়া হবে। পাশাপাশি আপত্তিকর পোস্ট করলেও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ডিজিটাল মিডিয়া নীতি ২০২৪- এ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। এবার এই ডিজিটাল মিডিয়া নীতি নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করলেন হায়দরাবাদের সাংসদ তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
আরও পড়ুন: 'সাহস কী করে হল দিদি?', মমতার 'আগুন' হুঁশিয়ারির জবাবে চাঁচাছোলা যোগী-বীরেনরা
এক্স হ্যান্ডেল পোস্টে এই ডিজিটাল মিডিয়া নীতির সমালোচনা করে যোগী আদিত্যনাথকে ‘বাবা’ বলে কটাক্ষ করে ওয়েইসি লিখেছেন, ‘যোগী সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই প্রকল্প শুরু করেছে। বাবার মিথ্যে প্রশংসা করার জন্য ৮ লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে। আপনি যদি বাবা বা দলের বিরোধিতা করেন তবে আপনাকে দেশ বিরোধী বলে ঘোষণা করা হবে। জেলে পাঠানো হবে। আর এখন বিজেপির আইটি সেলের লোকেরা আপনার ট্যাক্সের চাকরি পরিবার চালাবে।’
প্রসঙ্গত, উত্তর প্রদেশ সরকারের ডিজিটাল মিডিয়া নীতির লক্ষ্য হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে রাজ সরকারের কল্যাণমূলক প্রকল্প এবং কাজগুলিকে প্রচার করা। এই নীতির অধীনে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্লাটফর্মে প্রভাবশালীরা সরকারের জনমুখী প্রকল্পের প্রচার চালালে তাদের মাসে ৮ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার। এই নীতি অনুযায়ী, ফলোয়ারের সংখ্যার ভিত্তিতে চারটি ক্যাটাগরি ভাগ করেছে সরকার। বলা হয়েছে, প্রতি মাসে নির্দিষ্ট হারে তাদের বেতন দেওয়া হবে। সরকারের তরফে জানানো হয়েছে, এই নীতির সুবিধা নিতে গেলে কোনও এজেন্সি বা সমাজ মাধ্যমে কোনও প্রভাবশালীকে সরকারের কাছে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে। তারপরে তাদের বিজ্ঞাপন দেওয়া হবে।
আরও বলা হয়েছে, ডিজিটাল মিডিয়া নীতি অনুযায়ী, কোনও এজেন্সি বা প্রভাবশালী সরকারি জনকল্যাণমূলক প্রকল্প এবং কাজের বিষয়বস্তু ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করে এবং রিল তৈরি করে প্রচার করতে পারবেন। তার জন্য তাদের অর্থ দেওয়া হবে। যারা এক্স, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচার চালাবেন তারা প্রতি মাসে যথাক্রমে ২ লাখ ৩, ৪ ও ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এবং ইউটিউবে বিজ্ঞাপনের ভিডিয়ো, শর্টস বা পডকাস্ট তৈরির জন্য চারটি বিভাগে ৪ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত টাকা পেতে পারেন।