ঘটনার পরই সেখানে ছুটে যায় পুলিশ প্রশাসন। সেখান থেকে সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
হরিদ্বারে ভয়াবহ দুর্ঘটনা।
হরিদ্বারের লাভোলি গ্রামে দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবারের এই দুর্ঘটনার জেরে উত্তরাখণ্ডের হরিদ্বারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ঘটনার পরই সেখানে ছুটে যায় পুলিশ প্রশাসন। সেখান থেকে সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
হরিদ্বারে দেওয়াল ভেঙে পড়ে ওই মর্মান্তিক কাণ্ডে মৃত্যু হয়েছে ৬ জনের। ঘটনার পরই সেখানে ছুটে যান স্থানীয় সিনিয়র সুপারিন্টেডেন্ট অফ পুলিশ প্রেমেন্দ্র বর্মা। উল্লেখ্য, পুলিশ আসতেই আহতদের চটজলদি স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পুলিশের তরফে আপাতত মৃতদের পরিচিতি তুলে ধরা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের অবস্থা নিয়েও রয়েছে উদ্বেগ। তবে আহতরা কেমন আছেন, তা নিয়ে রয়েছে জল্পনা। আপাতত তাঁরা ভর্তি হাসপাতালে। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘আমরা সকাল ৮.৩০ মিনিটে খবর পাই যে ইটভাটার দেওয়ার ভেঙে পড়েছে।’ জানা গিয়েছে, হরিদ্বারের যে জায়গায় ওই দেওয়াল ভেঙে পড়ার ঘটনাটি ঘটে, সেটি হল ম্যাগালুর পুলিশ স্টেশনের ভিতর। পুলিশ বলছে, ‘অন্তত ৬ জনের নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে।’ যেখানে বাকিরা আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।