একদিকে, নৌকাডুবি অন্যদিকে পথ দুর্ঘটনা। ইদের পর থেকে গত ৩ দিনে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনায় মোট ৫১ জন মৃত্যু হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নৌকাডুবি সহ বিভিন্ন ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। অন্যদিকে, পঞ্জাব প্রদেশে একাধিক সড়কের দুর্ঘটনা ঘটেছে। তাতে ৩২ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ মাজারে যাওয়ার পথে খাদে উলটে গেল ট্রাক, পাকিস্তানে মৃত্যু মিছিল
একাধিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সিন্ধু নদে নৌকাডুবির ঘটনা ঘটে। তাতে ইদ উদযাপন করতে গিয়ে কমপক্ষে ১৫ জন ডুবে মারা গিয়েছেন। এই দুর্ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান চলছে। এছাড়াও দেওয়ায় ধসে মৃত্যু হয়েছে ২ জনের। নারান, কাঘান, সোয়াত এবং গালিয়াট এলাকা সহ বিভিন্ন এলাকায় এই সমস্ত ঘটনা ঘটেছে। পাশাপাশি বহু পথ দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পাখতুনখোয়া প্রদেশে। ইদের গত দুদিনে এই এলাকায় ৩২৬ টি পথ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ১৮৭ টি। যার ফলে বহু মানুষ আহত হয়েছেন। সব মিলিয়ে ১,৪৯৯ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।