
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শীতের রাতে রুম হিটার চালিয়ে ঘুমানোই কাল হল। রুম হিটারে আগুন লেগে জতুগৃহে পরিণত হল একটি বাড়ি। তার জেরে ঘরের মধ্যে মৃত্যু হল একই পরিবারের ৫ সদস্যের। এক দম্পতি সহ তাদের তিন সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার ফরাখপুরে। শীতের রাতে দরজা বন্ধ থাকায় ঘর ধোঁয়ায় ভরে যাওয়ায় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়। তার পর আগুনে পুড়ে যায় তাদের দেহ। এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: রাতে হিটার চালিয়ে ঘুমিয়ে বিপত্তি, বেহালায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে বাড়ি মূল দরজাটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। কেন বাড়ি দরজা বাইরে থেকে তালা মারা ছিল তা নিয়ে হতবাক হয়ে যান তদন্তকারীরা। প্রথমে পুলিশের সন্দেহ ছিল এর পিছনে অন্য কোনও গল্প রয়েছে। তবে সবকিছু খতিয়ে দেখার পর তদন্তকারীরা জানতে পারেন শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বরেলির সিনিয়র পুলিশ সুপার সুশীল চন্দ্র ভান জানান, মৃতদের মধ্যে দুজনের নাম হল অজয় গুপ্তা (৩৫) এবং অনিতা গুপ্তা (৩৩)। তাদের দুই ছেলে ও এক মেয়েকে অগ্নিদগ্ধ অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ঘরে দুটি রুম হিটার ছিল। সেগুলির একটিতে বৈদ্যুতিক সংযোগ লাগানো ছিল। বোর্ড একটি হিটারের তার পুড়ে যায়। অন্য একজন পুলিশ কর্মকর্তা আরও জানান, যে আগুনের লাগার সময় ঘুমিয়ে পড়েছিল পরিবারের সদস্যরা। ফলে প্রথমে তারা আগুন লাগার ঘটনা বুঝতে পারেনি। ফলে সকলেই আগুনের গ্রাসে চলে আসেন।
তবে দরজা কেন বাইরে থেকে তারা বন্ধ ছিল সে বিষয়টি পরে জানতে পারেন তদন্তকারীরা। প্রতিবেশীরা জানিয়েছেন, ভিতরে দিকে তালা লাগানোর ব্যবস্থা না থাকায় কৌশলে পরিবারটি মূল দরজায় বাইরে থেকে তারা লাগিয়ে দিত। তাদের বাড়ির ভিতর থেকে চাবি পাওয়া গিয়েছে। ঘটনাস্থল পরীক্ষা করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয় এবং মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, শীতের রাতে ঘর গরম করার জন্য রুম হিটার ব্যবহার করা হয়ে থাকে। এবছর রুম হিটার থেকে বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটেছে। যার মধ্যে কলকাতাতেও সম্প্রতি এই ধরনের একটি ঘটনা ঘটেছে। রুম হিটারে আগুন লাগার ফলে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports