বাংলা নিউজ > ঘরে বাইরে > Bahraich Violence: বাহরাইচ হিংসায় ২ অভিযুক্ত আহত পুলিশের এনকাউন্টারে, বিসর্জনে গুলিকাণ্ডে অভিযুক্ত তারা
পরবর্তী খবর
Bahraich Violence: বাহরাইচ হিংসায় ২ অভিযুক্ত আহত পুলিশের এনকাউন্টারে, বিসর্জনে গুলিকাণ্ডে অভিযুক্ত তারা
1 মিনিটে পড়ুন Updated: 17 Oct 2024, 06:35 PM ISTSatyen Pal
বাহরাইচ হিংসা: সরফরাজ ও তালিব নামে দুই অভিযুক্ত নেপালে পালানোর চেষ্টা করছিল। পুলিশের গুলিতে আহত তারা।
এনকাউন্টারে আহত অভিযুক্ত। HT
উত্তরপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার বাহরাইচ হিংসা মামলায় দুই অভিযুক্তকে গুলি করেছে। কার্যত এনকাউন্টার করা হয় তাদের। আহতদের নাম সরফরাজ ও তালিব নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
'প্রথম দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দল হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গেলে সেখানে রাখা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উত্তরপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাল্টা গুলিতে দু'জনেই গুলিবিদ্ধ হয়েছেন।
এতে আরও বলা হয়েছে যে অভিযুক্তরা গুরুতর আহত এবং তাদের চিকিৎসা চলছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
এদিন পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন পুলিশের গুলিতে আহত হয়েছেন। বাহরাইচের পুলিশ সুপার বৃন্দা শুক্লা জানিয়েছেন, আহতদের মধ্যে একজন সরফরাজ, অন্যজন তালিব।
গত ১৩ অক্টোবর বাহরাইচোনে দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় রামগোপাল মিশ্র (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।
বাহরাইচের চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডাঃ সঞ্জয় কুমার জানিয়েছেন, ময়নাতদন্তের সময় মিশ্রর দেহের ভিতর থেকে ২৫ থেকে ৩০টি ছররা গুলি পাওয়া গিয়েছে।