২০২১ সালে গোটা বিশ্বে যক্ষ্মা রোগে আক্রান্তের সংখ্যা নিয়ে রিপোর্ট প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে ভারতের অবস্থা উদ্বেগ জনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২২ সালের গ্লোবাল টিভি রিপোর্ট অনুসারে, ২০২১ সালে সারা বিশ্বে ১ কোটি ৬ লক্ষ মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন। শতাংশের হিসেবে গোটা বিশ্বের নিরিখে ২৮ শতাংশ যক্ষ্মা রোগী ভারতের।
Covid XBB: 'মাস্ক পরুন, কম বের হন,' নয়া ভেরিয়েন্ট নিয়ে সাবধান করলেন বিশেষজ্ঞ
রিপোর্ট অনুযায়ী, গত বছর ২০২০ সালের তুলনায় যক্ষা রোগীর সংখ্যা গোটা বিশ্বে বেড়েছে ৪.৫ শতাংশ। যার মধ্যে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ লক্ষ জনের। যা উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারত ছাড়াও অন্যান্য যে দেশগুলিতে যক্ষ্মা রোগীর সংখ্যা বেশি সেগুলি হল ইন্দোনেশিয়া (৯.২ শতাংশ), চিন (৭.৪শতাংশ), ফিলিপাইন (৮ শতাংশ), পাকিস্তান (৫.৮ শতাংশ), নাইজেরিয়া (৪.৪ শতাংশ ), বাংলাদেশ (৩.৬ শতাংশ ) এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (২.৯ শতাংশ)। রিপোর্ট অনুযায়ী, মৃত যক্ষ্মা রোগীর মধ্যে ১ লক্ষ ৮৭ হাজার রোগী এইচআইভি পজিটিভ ছিলেন। বিশ্বব্যাপী যক্ষ্মা মৃত্যুর হার সবচেয়ে বেশি আফ্রিকায়।
রিপোর্ট প্রকাশের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রেইসাস যক্ষ্মা রোগের বিরুদ্ধে মানুষকে লড়াই করার বার্তা দিয়েছেন। তিনি বলেন, কোভিড-১৯ যদি আমাদের কিছু শিখিয়ে থাকে, তা হল সংহতি, সংকল্প, উদ্ভাবন এবং সরঞ্জামের ন্যায়সঙ্গত ব্যবহার। আসুন যক্ষ্মা রোধে সেই পাঠগুলি প্রয়োগ করি। আমাদের এক সঙ্গে লড়াই করতে হবে যাতে আমরা যক্ষ্মা প্রতিরোধ করতে পারি।’