বাংলা নিউজ > টুকিটাকি > Travel Stories: হাতে মাত্র একদিনের ছুটি? ঘুরে আসুন কলকাতার কাছেই এই গাছপালা ঘেরা পৃথিবী
পরবর্তী খবর
আগামিকাল গুড ফ্রাইডে। তার পর পড়ছে শনি ও রবিবার। তিনদিনের ছুটি হলেও অনেকে মাত্র ১ দিনের জন্য ঘুরতে যাওয়া যায় এমন স্থানের খোঁজ করেন। মনে তেমন ইচ্ছে থাকলে ঘুরে আসতে পারেন পুরুলিয়ার কাছেই অবস্থিত দুয়ারসিনি থেকে। রাঢ়বঙ্গে অবস্থিত মালভূমি অঞ্চলের অন্যতম আকর্ষণ দুয়ারসিনি। ছোট ছোট পাহাড়ের মধ্যে রয়েছে শাল-পিয়ালের বন। জঙ্গল, পাহাড় ও নদী তিনটিই একসঙ্গে পাবেন এই অঞ্চলে।
কীভাবে যাবেন দুয়ারসিনি?
সড়কপথে যেতে চাইলে কলকাতা থেকে বান্দোয়ানের বাস ধরতে পারেন। বান্দোয়ান থেকে ছোট গাড়ি বা ট্রেকার দুয়ারসিনি পর্যন্ত যায়। ট্রেনে করে যেতে হলে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। ওই ট্রেনে প্রথমে পৌঁছে যেতে হবে ঘাটশিলা বা গালুডি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন দুয়ারসিনি।
দুয়ারসিনির কোথায় থাকবেন?
দুয়ারসিনিতে রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট বা বনবিভাগের নিজস্ব কটেজ রয়েছে। এই কটেজ অনলাইনে সহজেই বুক করা যায় রাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে।