প্রায় ২০০০ বছর আগেকার কথা। জেরুজালেমের গ্যালিলি অঞ্চলে এক সুদর্শন যুবক মানুষের কাছে মানবতা, ঐক্য ও অহিংসার মূল বাণী প্রচার করছিলেন। তিনি শুধু সুদর্শন নন, তাঁর কথাগুলিও স্বর্গীয় শোনাচ্ছিল সেদিন। একে একে বহু মানুষ জড়ো হচ্ছিল গ্যালিলি অঞ্চলে, তাঁর মহৎ উপদেশ শোনার জন্য।
রাষ্ট্রদ্রোহিতার অপরাধে…
কিন্তু আদি ধর্ম নিয়ে বলা কথা কিছু মানুষের অপছন্দ হতে শুরু করে। তাঁরাও ছিলেন ওই ভিড়ে। মূলত ধর্মান্ধ কিছু ধর্মগুরু তাঁরা। যুবকটির এহেন কথা বার্তা শোনার পর অনেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। ধর্মের এই নতুন, উদার ব্যাখ্যা তাঁদের অপছন্দ হয়। সরাসরি তাঁরা রোমের শাসকের কাছে গিয়ে অভিযোগ জানান। রোমের সিংহাসনে তখন পিলাতুস। একটি যুবকের এত স্পর্ধা দেখে আশ্চর্য হন রোম সম্রাটও। রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মের অবমাননা করায় তৎক্ষণাৎ যুবকটির মৃত্যুদণ্ডের আদেশ দেন পিলাতুস। যাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তিনি আর কেউ নন, যিশুখ্রিস্ট।
আরও পড়ুন - সুগার থাকতেও ভাত খেতে চান? আয়ুর্বেদিক পদ্ধতিতে রান্না করলে আর চিন্তা নেই
গুড ফ্রাইডে ইতিহাস
চলতি বছর ১৮ এপ্রিল গুড ফ্রাইডে। মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। দিনটি ছিল এক শুক্রবার। কিন্তু যে দিনটির সঙ্গে এমন বেদনাদায়ক ইতিহাস সেই দিনটিকে কেন গুড ফ্রাইডে বলা হয়? এর পিছনে দুটি তত্ত্বের কথা বলা হয়ে থাকে। এক, গুড ফ্রাইডে আসলে গডস ফ্রাইড নাম ছিল, পরে তা পরিবর্তিত হয়ে যায়। দুই, গুড ফ্রাইডে বলার কারণ ক্রুশবিদ্ধ করার পর যিশুর মুখ থেকে বেরিয়ে এসেছিল ৭টি অন্তিম মহান বাক্য। যা আজও এই বিশেষ দিনে স্মরণ করার রীতি প্রচলিত রয়েছে। খ্রিস্টমতাবলম্বীরা এই দিনেই যিশুর ৭টি অন্তিম বাক্য পেয়েছিলেন বলে দিনটিকে মনে করা গুড ফ্রাইডে।
আরও পড়ুন - ঘরের মধ্যে উড়ে এসে পড়ল পাখির পালক! কোথায়? খুঁজে পেলেন? সময় মাত্র ৫ সেকেন্ড
মানুষের পাপের জন্য আত্মত্যাগ
প্রসঙ্গত, যিশুর আত্মবলিদানকেই এই দিন স্মরণ করা হয়। মনে করা হয়, পবিত্র শুক্রবারের দিনটি তিনি সত্যের জয়ের বাণী প্রচার করেছিলেন। মানুষের পাপের ফল ভোগ করে এই যিশুর আত্মত্যাগকেই এই দিন স্মরণ করা হয়। পবিত্র শুক্রবার অর্থাৎ গুড ফ্রাইডের তৃতীয় দিনে যিশু ফের পুনরুজ্জীবিত হন বলে মনে করা হয়। ওই দিনটি ছিল রবিবার। এর পর ৪০ দিন পর্যন্ত তিনি তাঁর অনুগামীদের উপদেশ দিয়ে যান। যিশুর পুনরুজ্জীবন বা রেসারেকশনের ঘটনাটি ইস্টার সানডে হিসেবে পালিত হয়। এদিন সকালে প্রার্থনা করা হয়। যাকে সানরাইজ সার্ভিসও বলা হয়।