ফের ভাইরাল এক চোখের খেলা। এবার ফেসবুকে ভাইরাল এক চোখের খেলাই রইল এই প্রতিবেদনে। উপরে রয়েছে একটি ঘরের ছবি। আর এই ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পাখির পালক। আপনার সন্ধানী দৃষ্টি দিয়ে খুঁজে বার করতে হবে সেই পাখির পালকটিকে। দেখুন তো পারেন কি না। সময় কিন্তু মাত্র ৫ সেকেন্ড।
কার কত আইকিউ
মাঝে মাঝে চোখকে বোকা বানানোর মতো এমন নানা খেলা দেখা যায় নেট দুনিয়ায়। তবে সেই খেলাগুলি কখনও কখনও বুদ্ধির পরীক্ষাও নিয়ে থাকে। বলা হচ্ছে, এই ছবির মধ্যে থেকে যদি পাঁচ সেকেন্ডে একজন পাখির পালক খুঁজে বার করতে পারেন, তাহলে তিনি রীতিমতো জিনিয়াস। তাঁর আইকিউ ১০০-র বেশি। কিন্তু তা যদি না পারেন, যদি কিছুটা বেশি সময় লাগে, ধরা যাক ১০ সেকেন্ড, তাহলেও তাঁর আইকিউ ৮০-র বেশি।
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
দেখে নেওয়া যাক উত্তর
নিচের ছবিতে দাগিয়ে দেওয়া হল আসল উত্তরটি। আসলে ফুলদানির মধ্যে অন্যান্য পাতার ভিড়ে লোকানো ছিল এই পালকটি।
