লেহেঙ্গা পরলেই মেয়েদের চলন সাধারণত ধীর হয়ে যায়। অত্যন্ত সন্তর্পণে হাঁটাচলা করতে হয়। লেহেঙ্গা আবার বেশি ভারী হলে তো কথাই নেই। এমন সময় এই লেহেঙ্গা পরেই স্নোবোর্ডিং করা এত সহজ নাকি! আর এই কঠিন কাজটিকেই সহজ করে দেখালেন সুইস-ভারতীয় গায়িকা। নাম তাঁর বোম্বেমামি। নিজের লেটেস্ট মিউজিক ভিডিয়ো জুড়ে চমক দিতেই দারুণ চমক নিয়ে হাজির হয়েছেন গায়িকা। ভিডিয়োটি এই মুহূর্তে বেশ ভাইরাল। অবাক নেটিজেনরা।
বোম্বেমামি তাঁর ইউনিক মিউজিক ভিডিয়োর নাম রেখেছেন, 'ফায়ার ইন দিল্লি', ভিডিয়োর মিউজিকের মতো ভিডিয়োটিও তাঁর জবরদস্ত জেক বলে। ঐতিহ্যবাহী ভারতীয় লেহেঙ্গা পরে ভিডিয়ো জুড়ে বোম্বেমামি এমন কিছু করতে পারেন, তা ভাবতেও পারেননি নেটিজেনরা। বোম্বেমামি সুইস আল্পস পর্বতমালায় তাঁর এই ভিডিয়ো শুট করেছেন বলে জানা গিয়েছে। সেখানেই স্নোবোর্ডিং করতে করতে বানিয়েছেন দুর্দান্ত ভিডিয়োখানা, পরনে ছিল উজ্জ্বল লাল রঙের লেহেঙ্গা। বাতাসে উড়ছে দোপাট্টা। এই ধরনের লেহেঙ্গা সাধারণত বিয়েতে পরে থাকেন কনেরা।
আরও পড়ুন: (Viral News: ঘরভাড়া আকাশছোঁয়া! অফিস আর জিমে থেকেই দিন কাটাচ্ছেন তরুণী, ভাইরাল ভিডিয়ো)
ভাইরাল ভিডিয়ো দেখুন এখানে
বলা বাহুল্য, ভিডিয়োটি ইন্টারনেটে ঝড় তুলেছে যাকে বলে। শুধুমাত্র ইনস্টাগ্রামেই তিন মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। অনেকেই ভিডিয়োটি দেখে অবাক হয়েছেন, এমনকি ভারতীয় গায়ক সিড শ্রীরামও 'ক্রেজি' মন্তব্য করে তাঁর উত্তেজনা ভাগ করে নিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন যে তিনি কীভাবে এমনটা করতে পেরেছেন। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী আবার মন্তব্য করেছেন, 'আপনার লেহেঙ্গা পরে স্নোবোর্ডিং করার একটানা মুহূর্তটা কেমন ছিল? ভিডিয়োটা আকর্ষণীয়।' আরও একজন ব্যবহারকারী লিখেছেন, 'এটা হয়তো আমার দেখা সবচেয়ে দারুণ জিনিসগুলোর মধ্যে একটি!'