বাংলা নিউজ > টুকিটাকি > হাসপাতালে চিকিৎসার মাঝেই মৃত্যু সিলিকোসিস রোগীর, কী এই ভয়ঙ্কর রোগ? জেনে নিন
পরবর্তী খবর
শিল্পাঞ্চল আসানসোলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হল ২৯ বছর বয়সি যুবকের। মৃত মণিলাল হেমব্রম সিলিকোসিসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। কিছু দিন আগেই তাঁকে দেখতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার মণিলালের মৃত্যুতে রোগটি নিয়ে ফের আতঙ্ক ছড়াল শিল্পাঞ্চলে।
স্থানীয়দের দাবি, সিলিকোসিসে মৃত্যু…
সালানপুরের বড় এলাকা জুড়ে শিল্প ক্লাস্টার গড়ে উঠেছে। তৈরি হয়েছে বেশ কিছু সেরামিকের কারখানা। আর এখানেই ব্যবহার করা হয় পাথর ক্র্যাশার মেশিন। যা থেকে খুব সূক্ষ্ম ধুলো বাতাসে মিশে দূষণ ছড়ায়। যারা এই কাজে সরাসরি যুক্ত তাদের নিঃশ্বাসের মধ্যে সরাসরি ফুসফুসে জমতে থাকে ধুলো। যার ফল সিলিকোসিস।আরও পড়ুন - প্রচণ্ড গরমে শান্তি দেবে ঘন গভীর প্রকৃতি, ট্রাভেল লিস্টে থাক এই ৫ ন্যাশনাল পার্ক
অনিশ্চিত জীবন স্ত্রী ও মেয়ের
স্ত্রী ও দেড় বছরের মেয়েকে সংসার ছিল মণিলালের। তাঁর মৃত্যুতে রীতিমতো দিশেহারা স্ত্রী সরিতা হাঁসদা। সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, মণিলালই তার পরিরারে একমাত্র চাকুরিজীবী ছিলেন। স্বাভাবিকভাবে তাঁর মৃত্যুর পর মেয়েকে নিয়ে এখন অনিশ্চিত জীবনের মুখোমুখি সরিতা।
সিলিকোসিস আদতে কী?
দীর্ঘ সময় ধরে সিলিকা ধুলো শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে জমা হলে সিলিকোসিস হয়। এটি ফুসফুসের একটি রোগ। এতে শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটে । এই রোগটি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
সিলিকোসিসের চিকিৎসা কী?
বর্তমানে এই রোগের কোনও চিকিৎসা নেই। সময়ের সঙ্গে সঙ্গে এই রোগ বাড়তে থাকে। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে রোগটির ঝুঁকি অনেকটাই কমে যায়। সিলিকোসিস একটি পেশাগত রোগ।আরও পড়ুন - যুগ যুগ ধরে বিখ্যাত ভারতের এই ৯ বৌদ্ধমঠ, বাংলার একটিও রয়েছে তালিকায়, কোথায় সেটি?
কাদের সিলিকোসিস বেশি হয়?
সাধারণত নির্মাণকাজের সঙ্গে যারা জড়িত থাকে, তাদের ক্ষেত্রে এই রোগ বেশি দেখা যায়। এছাড়াও, কলকারখানার শ্রমিকদেরও এই রোগ হতে পারে। মাত্রাছাড়া দূষণের মধ্যে কাজ করতে থাকলে এই রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।