কেউ জনসমক্ষে স্বীকার করছেন ৭৫ বছর বয়সেও তিনি পুরোদমে যৌনতায় সক্ষম, কেউ আবার ৯২ বছর বয়সেও গাঁটছড়া বাঁধছেন নয়া সঙ্গীর সঙ্গে। জীবনের ‘শেষ’ ভাগে পৌঁছে নতুন করে নারীপুরুষের সম্পর্কে জড়ানোর কারণ কী? কীই বা এর পিছনের রহস্য? এমন প্রশ্ন কিন্তু ওঠা স্বাভাবিক। আসলে একটা জিজ্ঞাসা জন্ম নেয়। ঠিক কীসের চাহিদা থেকে ‘শেষ’ বয়সে সঙ্গীর প্রয়োজন বোধ করেন একজন? এই চাওয়ার পিছনে কি শরীর বাদে মনেরও কিছু ভূমিকা রয়েছে?
আরও পড়ুন: কোষ্ঠকাঠিন্য দূর হবে এক রাতেই, শুধু খাবারে মিশিয়ে খান এটি
আরও পড়ুন: সারাদিন বসে বসে কাজ! ৩ শ্বাসের ব্যায়ামেই দূর হবে সব ব্যথা
যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক গোবিন্দ গুপ্ত হিন্দুস্তান টাইমস বাংলাকে বলছেন, ‘অনেকেই এমন আছেন, যাঁরা নারীসঙ্গে একরকম স্বস্তি অনুভব করেন। স্ট্রেস কমিয়ে ঘুম আসতেও সাহায্য করে ওই নারীসঙ্গ। হয়তো শুধু জড়িয়ে ঘুমোনোর জন্যই একটি সম্পর্ক তৈরি করেন তাঁরা। একজন পাশে শুয়ে গায়ে হাত বুলিয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে জড়িয়ে, অনেকক্ষেত্রে এমন চাহিদাই থাকে।’
এর পিছনে বয়সের দিকটাকেও তুলে ধরলেন তিনি। বললেন,‘বৃদ্ধ বয়সে বিয়ে করার প্রাথমিক চাহিদাই থাকে এমন পরস্পরের কাছে আসা। হয়তো কোনও যৌন সম্পর্ক হবেই না সেভাবে!’ তবে বাস্তবে যে কেউ কেউ যৌনতার প্রসঙ্গ তুলে আনছেন? বলছেন বেশ ‘সক্ষম’ তাঁরা। শরীরের উপকরণ আর মনের ইচ্ছে কি একই সুরে কথা বলতে পারে ৭০-৮০ পেরিয়ে? চিকিৎসক জানাচ্ছেন, ‘যৌন চাহিদা মনে আসতেই পারে। তবে কম বয়সে যতটা ঘন ঘন তা আসার সম্ভাবনা থাকে, বৃদ্ধ বয়সে তেমনটা নয়। বৃদ্ধ বয়সে মাসে একবার বা দু'মাসে একবার যৌন ইচ্ছে জাগতে পারে। তখন সঙ্গীর সঙ্গে যৌনমিলন হয়।’
বিশেষজ্ঞরা তো বলেন, বয়স হলে লিঙ্গ দৃঢ় না হওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। শুধু বয়সকালে কেন, কম বয়সেও অনেকে এই সমস্যায় ভোগেন। সেক্ষেত্রে সঙ্গীকে সন্তুষ্ট করারও উপায় রয়েছে জানালেন চিকিৎসক গোবিন্দ গুপ্ত। তাঁর কথায়, ‘বয়স হলে লিঙ্গ দৃঢ় না হওয়া খুব অস্বাভাবিক নয়। তাই অনেকে প্যাপাভেরিন বাইমিক্স বা ট্রাইমিক্স ইনজেকশন ব্যবহার করেন। এই ইনজেকশন সরাসরি লিঙ্গতেই পুশ করা হয়।’
আরও পড়ুন: ব্যায়াম করার পরেই এই কাজগুলি করছেন নাকি? পুরো খাটুনিই জলে যাচ্ছে
আরও পড়ুন: খাবারে আর ধরবেই না পিঁপড়ে, কাজে লাগান সহজ টোটকা
এই বয়সে সন্তান উৎপাদনে কতটা সক্ষম একজন পুরুষ? সরাসরি এমন প্রশ্নও অনেকের মনে হতে পারে। চিকিৎসকের কথায়,‘এই বয়সে বীর্য সক্ষম থাকে না। কারণ অত হরমোন থাকে না শরীরে। তাই সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু একজন চাইলে নানা ওষুধের মাধ্যমে সন্তানধারণের চেষ্টা করতেই পারেন।’