বাংলা নিউজ > টুকিটাকি > Raju Dar Pocket Paratha: ‘সবার কাছে ক্ষমা চাইছি’ হাতজোড় করে কেন এই কথা বললেন রাজুদা? দেখুন ভিডিয়ো
পরবর্তী খবর
Raju Dar Pocket Paratha: নিজের অফিসিয়াল পেজ থেকে সকলের কাছে ক্ষমা চাইলেন রাজুদা। সম্প্রতি একটি ভিডিয়োতে আবেগের বশে বিতর্কিত মন্তব্য করে ফেলেন শিয়ালদার এই স্বনামধন্য় পরোটা বিক্রেতা। সেই কথাগুলি ক্যামেরাবন্দি করেন এক ব্লগার। পরে ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়েছিল কথাগুলি। কমেন্টে তীব্র সমালোচনার শিকারও হতে হয় রাজুদাকে। এবার এই আলটপকা কথা বলার জন্য়ই ক্ষমা চাইতে বাধ্য হলেন তিনি। গুমার রাজু ঘোষ নিজের অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিয়ো আপলোড করেছেন রবিবার। সেখানেই ক্ষমা চেয়েছেন তিনি।
আরও পড়ুন - দেখেছেন তো অনেকবার, কলকাতার ট্যাক্সির রং হলুদ কেন বলুন তো? আসল গল্পটা চমকে দেবে
কী বলছিলেন ভিডিয়োতে
এখন আর তিনটে পরোটা কুড়ি টাকায় বিক্রি করছেন না রাজুদা। শিয়ালদার এই পরোটা বিক্রেতার দাবি, আগের থেকে সাইজে বড় পরোটা বানাচ্ছেন তিনি। তাই দাম বাড়িয়ে তিরিশ টাকা করা হয়েছে। কিন্তু কোনও কোনও গ্রাহকের কাছ থেকে রাজুদাকে ৪০ টাকাও নিতে দেখা গিয়েছে। একেক জনের থেকে একেকরকম দাম নিচ্ছেন কেন? এই প্রসঙ্গেই প্রশ্ন করেছিলেন এক ব্লগার। তাঁর উত্তরে রাজুদার বলা কথা ভাইরাল হয়ে যায়। রাজুদাকে ওই ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যায়, আপেল যেমন কারও কাছে ১০০ টাকা কেজি, আবার কারও কাছে ১২০ টাকা কেজি, তেমনই দাম নিচ্ছেন তিনি। যারা পুরনো কাস্টমার, যাদের সামর্থ্য নেই, তাদের থেকে ৩০ টাকাই নিচ্ছেন রাজুদা। কিন্তু যারা নতুন মুখ, বাইরে থেকে আসছেন, ভাইরাল হওয়ার পর খেতে আসছেন, তাদের থেকে ৪০ টাকা করে দাম নেওয়া হচ্ছে।আরও পড়ুন - পরোটা বিক্রি ছেড়ে কি ফুড ব্লগিংয়ে মন রাজুদার? কী বললেন HT বাংলাকে