Punjabi Aloo Puri Recipe: বাড়ির খাবারের পাশাপাশি অনেকের কাছেই আরেকটি সুস্বাদু খাবার হল হরেকরকম স্ট্রিট ফুড। তবে কলকাতা, দিল্লি, মুম্বই নানা জায়গার স্ট্রিট ফুড নানারকম হয়। প্রতিটি স্ট্রিট ফুডেরই জনপ্রিয়তা কমবেশি তুঙ্গে। তেমনই দিল্লির একটি স্ট্রিট ফুড পাঞ্জাবি আলু পুরি। রবিবারের সকালে লুচি-আলুর তরকারি বা পরোটা-তরকারি খেতে অনেকেই ভালোবাসেন। এক দিন স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন এই স্পেশাল রেসিপি।
পাঞ্জাবি আলু পুরি রেসিপি
উপকরণ
পাঞ্জাবি আলু তৈরি করতে - ১ কাপ সিদ্ধ করা আলু, ১ টেবিল চামচ সাদা তেল, চা চামচ কাঁচালঙ্কা কুচি, ১ চা চামচ আদা কুচি, ১ চা চামচ রসুন কুচি, আধ কাপ টমেটো,আধ কাপ পেঁয়াজকুচি, ১ চা চামচ লাল লঙ্কাগুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ লঙ্কা গুঁড়ো, আধ চামচ আমচুর, ১/২ চা চামচ গরম মশলা, পরিমাণমতো নুন, অল্প ধনেপাতা
পুরি তৈরি করতে - পরিমাণমতো আটা বা ময়দা, ১ টেবিল চামচ তেল, ভাজার জন্য পরিমাণ মতো তেল
আরও পড়ুন - বন্দে ভারত নয়, রাজধানীও নয়, সবচেয়ে বেশি দূরত্ব ননস্টপ ছোটে এই এক্সপ্রেস!
আরও পড়ুন - এক মুঠো সিমেন্টও নেই, পাথর দিয়ে তৈরি গোটা বাড়ি! কত বছর টিঁকবে শুনলে চমকে যাবেন
প্রণালী
১. প্রথমে একটি প্যানে অল্প তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ রং হালকা হয়। এর পর এতে আদা, রসুন, কাঁচালঙ্কা দিয়ে ফের ২ মিনিট নেড়েচেড়ে নিন।