Poila Baishakh In New York: এর আগে দীপাবলিকে স্বীকৃতি জানিয়েছিল মার্কিন মুলুকের বিখ্যাত শহর নিউ ইয়র্ক। এবার বাঙালিদের জন্য খুশির খবর। বাঙালির প্রাণের নববর্ষের দিনটি স্থান পেল নিউ ইয়র্কের ক্যালেন্ডারে। নিউ ইয়র্ক স্টেট সেনেট সম্প্রতি অনুমোদন করেছে এই দিনটি। আনুষ্ঠানিক ভাবে চলতি বছরের ১৪ এপ্রিল তারিখটি বঙ্গাব্দের নববর্ষ দিবস হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রসঙ্গত, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে গত বছরই উদযাপিত হয়েছিল বাংলা নববর্ষ। যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু প্রবাসী বাঙালি। শুধু বাংলা নববর্ষ নয়, টাইমস স্কোয়ারে উদযাপিত হয়েছে দুর্গাপুজোও। এবার সেই শহরের ক্যালেন্ডারেই স্বীকৃতি পেল বাংলা নববর্ষ।
নিউ ইয়র্ক স্টেট সেনেটে প্রস্তাব
প্রসঙ্গত, কিছুদিন আগে নিউ ইয়র্ক স্টেট সেনেটর এই প্রস্তাব উত্থাপন করেন। সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’-এর প্রতিবেদন অনুযায়ী, লুইস আর সেপুলভেদা (কমিটি অন সিটিজ় ১-এর চেয়ারম্যান) এবং সেনেটর নাথালিয়া ফার্নান্দেজ় (অ্যালকোহলিজ়ম ও সাবস্ট্যান্স ইউজ ডিজ়অর্ডার কমিটির চেয়ার) এই প্রস্তাবটি আনেন। এই প্রস্তাবে নিউইয়র্ক শহরবাসী বাংলা ভাষাভাষী গোষ্ঠীর অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়।
আরও পড়ুন - দোলের দিন বাড়িতেই এভাবে বানিয়ে ফেলুন স্পেশাল ঠাণ্ডাই আর ফিরনি, জানুন প্রণালী
সেনেট হাউসেও বাংলা নববর্ষ উদযাপন
সেনেট হাউসে উত্থাপিত প্রস্তাব অনুমোদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানেও উদযাপিত হবে বাংলা নববর্ষ। প্রসঙ্গত, ৯ এপ্রিল অধিবেশন সমাপ্তির দিন। তার আগে ৭ এপ্রিল উদযাপিত হবে বাংলা নববর্ষ। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলা নববর্ষের তারিখ ১৫ এপ্রিল। এর আট দিন আগেই সেনেট হাউসে উদযাপিত হবে এই বাঙালি উৎসব।
আরও পড়ুন - ঠেকায় হাজার রোগ, পুড়িয়ে না ফেলে কীভাবে রাঁধবেন নিমবেগুন? রইল প্রণালী
বাঙালির কাছে একরাশ নস্টালজিয়া
বাংলা নববর্ষ মানেই বাঙালির কাছে একরাশ নস্টালজিয়া। হালখাতা, মিষ্টির প্যাকেট, বাড়িতে অতিথি-অভ্যাগতের আগমন, জম্পেশ বাঙালি খাওয়াদাওয়া, পরিবারের সদস্যেদের সঙ্গে অনেকদিন পর দেখা হওয়ার মতো নানা বিষয় জড়িয়ে থাকে দিনটির সঙ্গে। চৈত্র মাস শেষ হওয়ার পর বৈশাখের পয়লা তারিখ থেকে বাঙালি নতুন করে শুরু করে নতুন বছরের নিজস্ব দিনলিপি। বাংলা ও বাঙালির এই নস্টালজিয়া ১৪০০ বছরেরও বেশি পুরনো। এবার সেই বাঙালি নস্টালজিয়ার আনুষ্ঠানিক সাক্ষী হতে চলেছে মার্কিন মুলুকের নিউ ইয়র্ক শহর।