১৪ বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে IPL-এ ইতিহাস আর্শদীপের, হয়ে উঠলেন RCB vs PBKS ম্যাচের আসল ‘কিং’
Updated: 19 Apr 2025, 07:00 AM ISTরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে পঞ্জাব কিংসের ফাস্ট বোলার অর্শদীপ সিং ইতিহাস লিখে ফেলেছেন। তিনি আরসিবি ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই ফিল সল্টকে ফেরান। আর এই উইকেটের হাত ধরেই ইতিহাস লেখেন আর্শদীপ। এদিন বিরাট কোহলিকেও আউট করেছেন আর্শদীপ।
পরবর্তী ফটো গ্যালারি