প্রথমেই চোখে পড়বে গোটা পাঁচেক প্রাণী। কিন্তু আস্তে আস্তে খুঁজে পাবেন আরও অনেকগুলিকে।
1/14এই ছবিতে লুুকিয়ে আছে ১২টি প্রাণী। যাঁরা ১২টিই খুঁজে পাবেন, তাঁরা ঝানু গোয়েন্দা হতে পারেন। চাকরি পেতে পারেন আমেরিকার FBI সংস্থায়। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন একজন। দেখুন তো ক’টি প্রাণী আপনি খুঁজে পাচ্ছেন।
2/14এক ঝলক দেখে কী মনে হচ্ছে ছবিটি? পুরো ছবিটি ভালো করে দেখুন। তার পরে বলুন, কতগুলি প্রাণীকে দেখতে পাচ্ছেন আপনি।
3/14হাতি: ছবির সবচেয়ে বড় প্রাণীটি অবশ্যই হাতি। কারও চোখ এড়ানোর কথা নয় এটি।
4/14গাধা: এর পরেই যে প্রাণীটি চোখে পড়বে, সেটি হল গাধা।
5/14কুকুর: গাধার থেকে মাপে ছোট, কিন্তু চোখে এড়াবে না কুকুরটিও।
6/14বিড়াল: কুকুরের চেয়ে ছোট মাপের একটি বিড়ালও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।
7/14ইঁদুর: বিড়ালের চেয়েও ছোট একটি ইঁদুর রয়েছে ছবিতে। এই পর্যন্ত খুঁজে পাওয়া বেশ সহজ।
8/14সাপ: হাতিটির লেজটি ভালো করে দেখেছেন? তাহলে খুঁজে পাবেন সাপটিকে।
9/14মশা: হাতির পেটের মাঝে যে একটি মশা বসে আছে, সেটি কি লক্ষ্য করেছেন আপনি?
10/14ছোট্ট মাছ: হাতির চোখের দিকে তাকালেই বুঝবেন, ওটা আসলে চোখ নয়, ছোট্ট একটা মাছ।
11/14কচ্ছপ: ঠিক একইভাবে হাতির কান দেখলে বুঝতে পারবেন, ওটা কান নয়, আসলে একটি কচ্ছপ।
12/14ডলফিন: হাতির শুঁড়টি আসলে ডলফিনের লেজ। এটাও বুঝতে পারবেন সহজেই।
13/14কুমির: আর হাতির দাঁত? ওটা আসলে একটি কুমির।
14/14চিংড়ি: এটি খুঁজে পাওয়া সত্যিই একটু কঠিন। কিন্তু হাতির দু’পায়ের মাঝখানে রয়েছে একটি চিংড়ি মাছ।