অপটিক্যাল ইলিউশনে শুধু চোখের পরীক্ষা নেওয়া হয় না, একই সঙ্গে বুদ্ধির পরীক্ষাও নেওয়া হয়ে থাকে। যেমন সাম্প্রতিক ছবিটি। উপরের ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পাথর রয়েছে। ছবির নিচের দিকে পিছন ফিরে বসে আছে একটি কুকুর। কিন্তু এটি ছাড়াও ছবিতে আরেকটি কুকুর রয়েছে। আর সেটি খুঁজে বার করাই এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ। তবে সময় মাত্র ৫ সেকেন্ড।
কার কত আইকিউ
অপটিক্যাল ইলিউশনের সাহায্যে প্রায়ই আইকিউয়ের পরীক্ষা করা হয়ে থাকে। এই ছবির সাহায্যেও তাই করা হচ্ছে। নেট দুনিয়ায় ভাইরাল এই বিশেষ ছবির মধ্যে থেকে দ্বিতীয় কুকুরটিকে ৫ সেকেন্ডে খুঁজে বার করতে পারলে তাঁর মাথা বেশ শার্প। তাঁর আইকিউ অন্তত ১০০-র কাছাকাছি। অন্যদিকে যারা ছবির মধ্যে থেকে কুকুরটিকে ৫ সেকেন্ডে খুঁজে বার করতে পারলেন না, কিন্তু ১০ সেকেন্ডের মধ্যে পারলেন, তাদের আইকিউ ৮০ থেকে ১০০-র মধ্যে। অন্যদিকে যারা ১০ সেকেন্ডেও পারলেন না, তাদের আইকিউ ৮০-র থেকে কিছুটা কম।আরও পড়ুন - প্রচণ্ড সেলফ কনফিডেন্স না ভয় পান নিজেকে নিয়ে? এই ছবিই বলে দেবে আপনি কেমন
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
আরও পড়ুন - কালো জামে মুখ লুকিয়ে একটি বিড়াল! হাতে ১০ সেকেন্ড, খুঁজে পেলে এই গুণ আছে আপনার