আজকাল নেটদুনিয়ায় অনেক ধরণের চোখের ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন প্রচলিত রয়েছে। কোনও সংখ্যা খুঁজে বের করা বা হোক কোনও বস্তু, অনেকেই সেগুলি খুব উৎসাহের সঙ্গে সমাধান করেন। এর সবচেয়ে বড় কারণ মনকে সচল ও সজাগ রাখা। বিশেষজ্ঞদের মতে, আমরা যখন এই ধরনের অপটিক্যাল ইলিউশন সমাধান করি, তখন মস্তিষ্ক দ্রুত চিন্তাভাবনা করতে সক্ষম হয়। পাশাপাশি কোনও বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত হয়ে ওঠে। এটা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করতেও সাহায্য করে। যারা প্রতিদিন এই ধরনের অপটিক্যাল ইলিউশন সমাধান করেন তাদের সমস্যা সমাধানের ক্ষমতাও ভালো থাকে।
খুঁজে বার করুন ২৪
ভাইরাল হওয়া এই ব্রেন টেস্টেও একই ঘটনা ঘটছে। ছবির সংখ্যাগুলো এমন সাজানো রয়েছে যে প্রথম নজরে সবকিছু এলোমেলো মনে হয়। কিন্তু যদি কেউ ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন, উল্টোনো ২৪-এর মাঝেই লুকিয়ে আছে সোজা ২৪। তবে এটি খুঁজে বার করার জন্য সময় কিন্তু মাত্র ৫ সেকেন্ড। বলা হচ্ছে, এই ছবির মধ্যে থেকে ৫ সেকেন্ডে সোজা ২৪ খুঁজে বার করতে পারলে তাঁর মাথা বেশ শার্প। আইকিউ অন্তত ১০০-র কাছাকাছি। অন্যদিকে যারা ছবির মধ্যে থেকে ৫ সেকেন্ডে সোজা ২৪ খুঁজে বার করতে পারলেন না, কিন্তু ১০ সেকেন্ডের মধ্যে পারলেন, তাদের আইকিউ ৮০ থেকে ১০০-র মধ্যে।
আরও পড়ুন - কালো জামে মুখ লুকিয়ে একটি বিড়াল! হাতে ১০ সেকেন্ড, খুঁজে পেলে এই গুণ আছে আপনার
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
১. অপটিক্যাল ইলিউশন ডিজিটাল স্ক্রিনে সময় কাটানোর জন্য বেশ ভালো একটি বিকল্প। এতে যেমন চোখের পরীক্ষা হয়, তেমনই মাথার পরীক্ষাও হয়।
২. অনেকেই পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করাতে চান। কিন্তু তাতে বহু প্রশ্নের উত্তর দিতে হয়। কিন্তু অপটিক্যাল ইলিউশন খুব সহজেই একটি বা দুটি ছবির মাধ্যমে সেই কাজ করে ফেলতে পারে।
৩. তবে অপটিক্যাল ইলিউশন সবসময় যে বিশ্বাসযোগ্য তাও কিন্তু নয়। এখানে দেওয়া তথ্য সর্বসাধারণের জন্য, ব্যক্তি বিশেষে এই তথ্য কখনও কখনও পাল্টে যেতে পারে।
আরও পড়ুন - ছবির মধ্যে লুকিয়ে একটি কুকুর, দেখতে পেলেন? ৫ সেকেন্ডে খুঁজে পেলে একটি বিষয়ে আপনি সবার থেকে আলাদা
দেখে নেওয়া যাক উত্তর
নিচের ছবিতে দাগিয়ে দেওয়া হল সোজা ২৪। সংখ্যাটি আসলে ছিল একটু ডানদিক ঘেঁষে। তাই একে প্রথমে খুঁজে বার করা বেশ শক্ত। কিন্তু একটু ভালো করে লক্ষ করলেই দেখা যাবে সংখ্যাটি।
