রান্নাঘরের সিঙ্কে জল জমা, খাবার আটকে থাকা ও দুর্গন্ধ বেরনোর মতো তিন সমস্যা প্রায়ই দেখা যায়। ঘরোয়া উপায়েই কিন্তু এগুলির সমাধান সম্ভব।
১. সিঙ্কের মুখ জ্যাম - রান্নাঘরের সিঙ্কের মুখ বন্ধ থাকা সবচেয়ে সমস্যার বিষয়। প্রায়ই খাবারের অবশেষ ও ময়লা জমে সিঙ্কের মুখ আটকে যায়। হাজার কাঠি দিয়ে খুঁচিয়েও মুখ পরিষ্কার করা যায় না।
কী করবেন?
প্রথমে এক পাত্র ফুটন্ত জল সরাসরি সিঙ্কের মুখে ঢেলে দিন। এতে জমে থাকা ময়লার কিছু জিনিস গলে বেরিয়ে যাবে। এরপর, আধ কাপ বেকিং সোডা এবং আধ কাপ ভিনিগার একসঙ্গে গুলে নিয়ে ওখানটায় ঢেলে দিন। এভাবে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট হয়ে আবার এক কাপ গরম জল দিয়ে জায়গাটা ধুয়ে ফেলুন। সিঙ্ক পরিষ্কারের এই টিপসে একবারেই নলও পরিস্কার হয়ে যাবে।২. রান্নাঘরের পাইপ ও ডাস্টবিন থেকে দুর্গন্ধ - রান্নাঘরের সিঙ্ক থেকে অনেক সময় অদ্ভুত দুর্গন্ধ আসে। একই সমস্যা ডাস্টবিন থেকেও হয়। এক্ষেত্রে খাবারের টুকরোগুলো ড্রেনপাইপে জমে পচে দুর্গন্ধ তৈরি করে।
আরও পড়ুন - চিনি ছাড়াই বানিয়ে ফেলুন জিভে জল আনা আইসক্রিম! ওজন বাড়বার ভয় নেই আর
কী করবেন?
সমস্যা সমাধানের জন্য একটি পাত্রে আধা কাপ বেকিং সোডা ও আধ কাপ ভিনিগার ঢেলে নিন। এবার এটি কিছুক্ষণ ওভেনে জ্বাল দিন। তার পর সেই গরম জল সিঙ্কে ঢেলে দিন। তাহলেই এটি পরিষ্কার হয়ে যাবে। জলটি আরও কড়া করতে চাইলে পাতিলেবু মিশিয়ে নিতে পারেন। একইভাবে পরিস্কার করুন ডাস্টবিন। তবে গরম জলের পরিবর্তে এতে ঠাণ্ডা জল দিন।৩. কল থেকে জল পড়তে থাকা - একটা লুজ ট্যাপের জন্য হাজাররকম সমস্যা দেখা দেয়। এটি একদিকে যেমন জল অপচয় করে, তেমনই অন্যদিকে সিঙ্কটি স্যাঁতসেঁতে এবং ময়লা করে রাখে। সাধারণত প্যাঁচ কেটে গেলে বা কলের ভিতর ময়লা জমলে এই সমস্যা হতে পারে।
আরও পড়ুন - তেল ছাড়াই সুস্বাদু ও স্বাস্থ্যকর আমের আচার! সুগার, প্রেশার থাকলেও খেতে বারণ নেই